WC 2023| IND vs PAK | বিশ্বকাপে ভারত সফরে এখনও ‘না’ পাক সরকারের
ইসলামাবাদ: বিশ্বকাপের দামামা বেজে গিয়েছে। ভারতের মাটিতেই অনুষ্ঠিত হতে চলেছে ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব। তবে প্রতিবেশি দেশে পাকিস্তানের এদেশের মাটিতে খেলতে আসা নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল, তা এখনও কাটেনি। বরং বেড়ছে বলাই চলে। ২৬ জুন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারত সফরের জন্য অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছিল পাকিস্তান সরকারকে। পাশাপাশি সেদেশের বিদেশ মন্ত্রক এবং ক্রীড়া মন্ত্রককেও চিঠি দেওয়া হয়েছিল বলে খবর পিসিবি সূত্রে। তবে সেই আবেদনে এখনও সাড়া দেয়নি পাক সরকার। এরই মধ্যে ওই দেশের ক্রীড়ামন্ত্রীর মন্তব্যের পর পাকিস্তান ক্রিকেট দলের ভারত সফর নিয়ে তৈরি হল বাড়তি জল্পনা।
পাক ক্রীড়ামন্ত্রী এহসান মাজারির বক্তব্য, “ভারত এশিয়া কাপ নিয়ে নিরপেক্শ কেন্দ্রে অনড়। তাই পাকিস্তান ক্রিকেট দলও ভারতের মাটিতে খেলতে যাবে না। ওরা যদি নিরেপক্ষেকেন্দ্রের দাবি করে। তাহলে আমরাও করব।” মাজারি আরও বলেন, ‘‘আমার অধীনে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব। তাই আমার ব্যক্তিগতভাবে আমি চাই, ভারতীয় ক্রিকেট বোর্ড যদি এশিয়া কাপের জন্য নিরেপক্ষ জায়গায় দাবি করে, তা হলে বিশ্বকাপের ক্ষেত্রে আমারও একই চাহিদা রাখতে পারি। যখন প্রথমে শুনলাম ভারত-পাকিস্তান ম্যাচ আহমেদাবাদে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, হেসেছিলাম। বুঝতে ই পেরেছিলাম ওই দেশের মাটিতে না যাওয়ার বিষয়টাই নিশ্চিত করা হচ্ছে। যদিও আহমেদাবাদে খেলতে আমার ব্যক্তিগত কোনও মতামত নেই।”
জানা যাচ্ছে, এক দিনের বিশ্বকাপে পাকিস্তানের ভারত সফরের অনুমতি দেওয়ার জন্য পাক প্রধানমন্ত্রী শাহবাজ আহমেদ শুক্রবার কমিটি গঠন করেছেন। ওই কমিটির নেতৃত্বে রয়েছেন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। তাঁর অধীনে রাখা হয়েছে ১১ জন মন্ত্রীকে। যার মধ্য রয়েছেন পাক ক্রীড়ামন্ত্রীও। ফলত পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভারত সফরকে কেন্দ্র করে এসহান মাজারির যে কোনও মন্তব্যই গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত, পরের সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ নিয়ে বৈঠকে বসে আইসিসি। আশা করা যাচ্ছে সেই বৈঠকে আসন্ন বিশ্বকাপ এবং এশিয়া কাপ নিয়ে আলোচনা হতে পারে। এখন দেখার বিষয়, ভারতে আসা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে যে সংশয় তৈরি হয়েছে, তার জট আদৌ কাটে কি না!