Placeholder canvas
কলকাতা রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

পাকিস্তানে নওয়াজ-বিলাওল জোট সরকার, প্রধানমন্ত্রী শেহবাজ

Updated : 21 Feb, 2024 5:38 PM
AE: Samrat Saha
VO: Tosmina Khatun
Edit: Silpika Chatterjee

ইসলামাবাদ: দিনকয়েকের দর কষাকষির পর অবশেষে জোটের সরকার গড়তে চলেছে নওয়াজ শরিফের (Nawaz Sharif) পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (PML-N) এবং বিলাওল ভুট্টো (Bilawal Bhutto Zardari) জারদারির পাকিস্তান পিপলস পার্টি (PPP)। মঙ্গলবার রাতের দিকে পিপিপি চেয়ারম্যান বিলাওল ভুট্টো ঘোষণা করেন নওয়াজের ভাই শেহবাজ শরিফ (Shehbaz Sharif) প্রধানমন্ত্রী হতে চলেছেন। পিপিপি-র সহ-চেয়ারম্যান আসিফ জারদারি রাষ্ট্রপতির পদ পাবেন। বিলাওল বলেন, “পিপিপি এবং পিএমএল-এন প্রয়োজনীয় সংখ্যা পেয়ে গিয়েছে এবং আমরা সরকার গড়ার অবস্থায় রয়েছি।”