Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

ভারতীয় অভ্যর্থনায় অভিভূত পাকিস্তানি পেসার

Updated : 28 Sep, 2023 5:15 PM
AE: Samrat Saha
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

হায়দরাবাদ: ভারতের (India) মাটিতে পা দিয়েছে পাকিস্তান (Pakistan) ক্রিকেট দল। বুধবার রাতে কড়া নিরাপত্তার ঘেরাটোপে হায়দরাবাদ (Hyderabad) শহরে এসেছেন বাবর আজমরা (Babar Azam)। এই শহরেই ৬ অগাস্ট নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপ (Cricket World Cup 2023) অভিযান শুরু করবেন তাঁরা। বুধবার এয়ারপোর্ট এবং টিম হোটেলে সাদর অভ্যর্থনা জানানো হয় পাক দলকে। তাতে অভিভূত তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি (Shahin Shah Afridi)। সোশ্যাল মিডিয়ায় সে কথা জানাতে ভোলেননি তিনি।

ইনস্টাগ্রাম হ্যান্ডলে আফ্রিদি লেখেন, “হায়দরাবাদ, ভারত। এখনও পর্যন্ত দারুণ অভ্যর্থনা।” সঙ্গে একটা হাততালির ইমোজিও দিয়েছেন তিনি। প্রসঙ্গত, ভারতে আসার ভিসা পেতে দেরি হচ্ছিল পাক দলের। এ নিয়ে খানিক জলঘোলা হয়। পরে আইসিসি (ICC) পিসিবিকে (PCB) আশ্বস্ত করে জানায়, ভিসার ব্যবস্থা হয়ে গিয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ীই এদেশে আগমন হয়েছে বাবরদের।