Placeholder canvas
কলকাতা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

নওদায় পঞ্চায়েত সদস্য সহ বুথ সভাপতির যোগদান তৃণমূলে

Updated : 11 Dec, 2023 4:47 PM
AE: Samrat Saha
VO: Avik Nandi
Edit: Silpika Chatterjee

নওদা: বিজেপি, সিপিএম, কংগ্রেসের মহাজোটের পঞ্চায়েত সদস্য যোগ দিলেন তৃণমূলে। মুর্শিদাবাদের নওদা ব্লকের রায়পুর গ্রাম পঞ্চায়েত প্রধান তহীরুদ্দিন মণ্ডল আগেই তৃণমূলে যোগদান করেন। এবরা কংগ্রেসের পঞ্চায়েত সদস্য, বুথ সভাপতি সহ তাঁদের অনুগামীরা যোগ দিলেন তৃণমূলে। রবিবার রাতে নওদা দলীয় কার্যালয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজামান সেখ।

মা মাটি মানুষের সরকারের উন্নয়ন ও এলাকায় জনগণের কথা ভেবেই তৃণমূলে যোগদান বলে জানিয়েছেন পঞ্চায়েত সদস্য আদরা বিবি এবং কংগ্রেসের বুথ সভাপতি দিলীপ মণ্ডল। এদিকে ২৫ আসন বিশিষ্ট রায়পুর গ্রাম পঞ্চায়েত কংগ্রেস, বিজেপি, সিপিএম মহাজোট হয়ে দখল করেছিল। ইতিমধ্যেই ১৪ জন সদস্য তৃণমূলের ঝুলিতে, বাকি ১১ জন বিরোধী সদস্যের সঙ্গে আলোচনা চলছে বলে দাবি করেছেন তৃনমুল ব্লক সভাপতি সফিউজ্জামান শেখ। উল্লেখ্য, রায়পুর পঞ্চায়েতে বিজেপি, সিপিএম, নির্দল, কংগ্রেস মহাজোট করে পঞ্চায়েত দখল করেছিল। বর্তমানে সেই পঞ্চায়েতের সংখ্যাগরিষ্ঠ আসন তৃণমূলের ঝুলিতে।

Tags: