Panchayat Election 2023 | পঞ্চায়েত ভোট ঘিরে চড়ছে পারদ, জেলায় জেলায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল
জলপাইগুড়ি ও কালচিনি: পঞ্চায়েতের (Panchayet Election 2023) দামামা বেজে গিয়েছে। নির্বাচনে মনোনয়নপত্র (Nomination) জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। আর এরই মধ্যে প্রকাশ্যে এল তৃণমূলের (TMC) গোষ্ঠী কোন্দলের ছবি। অর্থের বিনিময়ে তৃণমূলে পঞ্চায়েতে প্রার্থী করানো হচ্ছে এই অভিযোগে বিক্ষোভ জেলায় জেলায়। মাল মহকুমার ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি মেহবুব আলমের অভিযোগ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মহাদেব রায়ের বিরুদ্ধে। তিনি বলেন, যোগ্য প্রার্থীদের পরিবর্তে অর্থের বিনিময়ে অযোগ্য প্রার্থীদের টিকিট দেওয়া হচ্ছে ভোটে।
মাহাবুব আলম বলেন, দলের বর্তমান ব্লক সভাপতি মহাদেব রায় বৈষম্যের রাজনীতি করছেন।দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন যোগ্য প্রার্থীদের টিকিট দেওয়ার কথা ঘোষণা করেছেন। সেখানে দাড়িয়ে ব্লক সভাপতি প্রকৃত যোগ্য প্রার্থীদের ব্রাত্য করে রেখে অর্থের বিনিময়ে অযোগ্য প্রার্থীদের টিকিট দিচ্ছেন।
এ বিষয়ে বর্তমান ব্লক সভাপতি মহাদেব রায় বলেন, তার বিরুদ্ধে তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
এদিকে শনিবার রাতে তৃণমূল কংগ্রেসের কালচিনি ব্লক কার্যালয়ে সামনে বিক্ষোভ দেখাল কালচিনি মোদিলাইন ও কালচিনি স্টেশন লাইন এলাকার তৃণমূল কর্মীরা। তৃণমূল কর্মীদের অভিযোগ, তৃণমূলের কালচিনি অঞ্চল সভাপতি শঙ্কর কুজুর প্রার্থী দেওয়ার জন্যী মোটা অঙ্কের অর্থ দাবি করছে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেস কালচিনি অঞ্চল সভাপতি শঙ্কর কুজুর জানান, এখনও জেলা কমিটি প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। আমি নিজেও জানিনা কে প্রার্থী হচ্ছেন।
এককই ঘটনার কথা সামনে এসেছে হরিশচন্দ্রপুরে। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে জেলা পরিষদের টিকিট। প্রার্থী ঘোষণার আগেই বিক্ষোভ তৃণমূলের একাংশের। জেলা পরিষদের টিকিট পেতে পারেন অঞ্চল সভাপতি তথা হরিশ্চন্দ্রপুরের কুশিদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ নুর আজম। এই সম্ভাবনার কথা চাউর হতেই ক্ষুব্ধ তৃণমূল কর্মীদের একাংশ রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে।হরিশ্চন্দ্রপুরের কুশিদা এলাকার ঘটনা। এই নিয়ে শনিবার সন্ধ্যায় উত্তপ্ত হয়ে উঠলো মালদার কুশিদা। অভিযোগ, উপপ্রধান মহম্মদ নুর আজমের নামে কলকাতা হাইকোর্টে দু’টো মামলা চলছে। চাকরি দেওয়ার নাম করে এলাকা থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছেন। এদিকে তাকেই দেওয়া হচ্ছে জেলা পরিষদের টিকিট।