নির্বাচন কমিশনের ন্যাশনাল আইকনের পদ ছাড়লেন পঙ্কজ
নয়াদিল্লি: বলি ছবির জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)। কলেজজীবনে তিনি ছাত্র সংগঠন এবিভিপির সঙ্গে যুক্ত ছিলেন। রাজনৈতিক কারণে এক সপ্তাহ জেলেও যেতে হয়েছিল৷ তারপরেই রাজনীতি ছেড়ে দেন পঙ্কজ। ২০২২ সালের অক্টোবর মাসে তাঁকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ন্যাশনাল আইকন পদে নিয়োগ করে কমিশন। সম্প্রতি সেই পদই ছেড়ে দিলেন অভিনেতা।
২০২৪-এর লোকসভা নির্বাচনের কয়েকমাস আগেই কেন কমিশন প্রদত্ত পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি? সেই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। সমস্ত জল্পনার ব্যাখ্যা দিয়ে বিহারের ভূমিপুত্র জানিয়েছেন, আগামী ১৯ জানুয়ারি মুক্তি পাচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জীবনীভিত্তিক সিনেমা ‘ম্যায় অটল হুঁ’ (Main Atal Hoon)৷ সেই ছবিতে অটলের ভূমিকায় অভিনয় করেছেন পঙ্কজ। সেই কারণেই নির্বাচন কমিশনের চুক্তিতে উল্লিখিত শর্তাবলী অনুযায়ী কমিশনের ‘ন্যাশনাল আইকন’ পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।