Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

কবে গাঁটছড়া বাঁধছেন রাঘব-পরিণীতি? সামনে এল বিয়ের দিনক্ষণ

Updated : 20 Aug, 2023 11:03 PM
AE: Abhijit Roy
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: ১৩ মে চুপিসারে বাগদান সেরেছিলেন অভিনেত্রী (Actress) পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও আপনেতা (Aap) রাঘব চাড্ডা (Raghav Chadha)। ধুমধাম করে হয়েছিল অনুষ্ঠান। তার পর থেকেই সকলের মুখে একটাই প্রশ্ন ছিল কবে চার হাত এক হবে এই জুটির। অবশেষে সামনে এল বিয়ের দিনক্ষণ। শোনা যাচ্ছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসেই রাজনীতিবিদের সঙ্গে বিয়ে সারবেন বলিউডের ‘ইশকজাদে’ গার্ল। তবে, এবিষয়ে এখনও মুখ খোলেনি পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা।

বলিউড সূত্রে জানা গিয়েছে, ২৫ সেপ্টেম্বর রাজস্থানে ধুমধাম করে বিয়ে করতে চলেছেন পরিণীতি এবং রাঘব। বিয়েতে উপস্থিত থাকতে চলেছেন পরিবার এবং কাছের আত্মীয়রা। ইতিমধ্যেই বিয়ের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে পরিণীতির টিম। যদিও এই বিষয়ে এখনও অভিনেত্রীর তরফে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। তবে শোনা যাচ্ছে, বিয়েতে পরিণীতি কী পরবেন, তা নিয়ে আলোচনা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে নায়িকার টিম। বলিউড সুত্রে খবর, দিদি প্রিয়াঙ্কার মতোই রাজকীয়ভাবে বিয়ে করতে চান পরিণীতি। উদয়পুরের ‘দ্য ওবেরয় উদয়বিলাস’-এই নাকি বিয়ের আসর সেজে উঠবে। তবে রাজস্থানে বিয়ে অনুষ্ঠিত হলেও গুরগাঁওতে একটি জমকালো রিশেপসনের আয়োজন করা হচ্ছে। 

উল্লেখ্য, ১৩ মে দিল্লিতে রাঘবের বাসভবন দিল্লির কনট প্লেসের কাপুরথালা হাউসে বসেছিল রাঘব চাড্ডা-পরিণীতি চোপড়ার বাগদানের আসর। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। চলতি বছরের গোড়ার দিকেই শুরু পরিণীতি ও রাঘবের প্রেমর জল্পনা। একসঙ্গে ডিনার ডেটে দেখা মিলেছিল তাঁদের, তারপর থেকেই ডেটিং-এর গুজব রটে যায়। তারপর কখনও রাঘব উড়ে এসেছেন মুম্বই, আবার কখনও দিল্লিতে মনের মানুষের সঙ্গে দেখা করতে ছুটেছেন পরিণীতি। 

ম্প্রতি ইমতেয়াজ আলির ‘চমকিলা’-র শ্যুটিং শেষ করেছেন পরিণীতি চোপড়া। এই ছবিতে দিলজিৎ দোসানের সঙ্গে দেখা যাবে তাঁকে। এছাড়াও অক্ষয় কুমারের সঙ্গে একটি ছবির শ্যুটিং করতে চলেছেন পরিণীতি। অন্যদিকে, রাজনীতির ময়দানে দাপিয়ে বেড়াচ্ছেন রাঘব চাড্ডা। একাধিক ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি তাঁকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়েছিল।