Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ |
K:T:V Clock

পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী

Updated : 27 Dec, 2024 4:48 PM
AE: Hasibul Molla
VO: Subhangi Mukhopadhyay
Edit: Dipa Naskar

কলকাতা: গ্রেপ্তার আরও এক বাংলাদেশী অনুপ্রবেশকারী। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে কলকাতার পার্ক স্ট্রিটের কলিন লেন থেকে সেই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত এই ব্যক্তি কলকাতার খিদিরপুর এলাকায় বাংলাদেশি হওয়া সত্ত্বেও অবৈধভাবে গত দেড় বছর ধরে সেখানে বসবাস করছিল। সেই খবর পুলিশের কাছে আসার পরেই তার খোঁজ চালানো শুরু হয়। ধৃত ব্যক্তির সঙ্গে জঙ্গিযোগ রয়েছে কিনা তাও খতিয়ে রাখা হচ্ছে। কিন্তু জঙ্গিযোগ থাকতে পারে এই সন্দেহ কেন হচ্ছে পুলিশের? কারণ ধৃত ওই ব্যক্তির কোনও বৈধ পাসপোর্ট তার কাছ থেকে পায়নি পুলিশ। যার জেরে এই সন্দেহ আরও প্রকট হচ্ছে।

ধৃত বাংলাদেশি ওই অনুপ্রবেশকারীর নাম মোহাম্মদ হামিদুর রহমান। তদন্তে নেমে পুলিশ জানতে পারে বিগত ১২ বছর ধরে তার ভারত- বাংলাদেশে অবাধ যাতায়াত ছিল। উল্লেখ্য, ধৃত ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু জাল আধার কার্ড এবং ভোটার কার্ড। সেগুলি কীভাবে তৈরি করল সে, কার সাহায্যেই বা তৈরি করল, সেটি জানার জন্য ইতিমধ্যেই তৎপর হয়েছে পুলিশ।

ইতিমধ্যেই, বাংলাদেশের একাধিক জঙ্গি ধরা পড়েছে ভারত থেকে।  অসম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ থেকে ইতিমধ্যে হয়েছে গ্রেফতারি। পাশাপাশি একাধিক জায়গায় চলছে অনুপ্রবেশকারী বিরোধী অভিযান।