Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ |
K:T:V Clock

ট্রোলিংয়ের শিকার পার্নো!

Updated : 4 Mar, 2025 1:25 PM
AE: Parvez Khan
VO: Subhangi Mukhopadhyay
Edit: Mousumi Biswas

ওয়েব সিরিজ: বিভিন্ন নায়ক নায়িকাকে বিভিন্ন সময় ট্রোলিংয়ের মুখোমুখি হতে হয়। কখনও ব্যক্তিগত জীবনের জন্য, তো কখনও কোন লুকের জন্য। আর এবার ট্রোলিংয়ের শিকার পার্নো! কেন? জানুন বিস্তারিত….

২৮ ফেব্রুয়ারি এসভিএফ এবং হইচইয়ের যৌথ উদ্যোগে সারা বছর তাদের কী কী সিনেমা, সিরিজ আসতে চলেছে তার ঘোষণা করা হল। আর সেখানেই ঘোষণা করা হয়, আসতে চলেছে পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালিত সিরিজ ‘ভোগ’। পোস্টারে দেখা যায় মুখ্য ভূমিকায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য এবং পার্ণো মিত্র। তবে এবার সেখানে পার্নোর লুক নিয়ে শুরু হয়েছে জোড় চর্চা। কেন? পোস্টারে পার্নোর যেই লুক প্রকাশ পেয়েছে সেখানে দেখা যাচ্ছে, তাঁর গায়ের রঙ সম্পূর্ণ সবুজ। আর তাঁর সেই লুককেই নেটিজেনদের একাংশ ‘শি-হাল্ক’-এর সঙ্গে তুলনা করেছেন। কারণ হলিউড এই সিনেমায় শি-হাল্কের চরিত্রের গায়ের রং সবুজ। অন্যদিকে নেটিজেনদের একাংশ অনির্বান ভট্টাচার্যকে তুলনা করেছেন ‘ডক্টর স্ট্রেঞ্জ’-এর সঙ্গে। যদিও ‘শি-হাল্ক’-এর সঙ্গে পার্নোকে তুলনা করায় নেটিজেনদের একাংশ তার বিরোধীতাও করেছেন।