Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Moyna | BJP | ময়নায় বিজেপি বুথ সভাপতি খুন, অভিযোগ তৃণমূলের দিকে

Updated : 2 May, 2023 7:23 PM
AE: Hasibul Molla
VO: Priti Saha
Edit: Monojit Malakar

পূর্ব মেদিনীপুর: ময়নায় খুন বিজেপি নেতা (BJP Leader Murdered) । অভিযোগ, পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) ময়না (Moyna) বিধানসভার বাকচা অঞ্চলের বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে (Vijaykrishna Bhuiya) অপহরণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে। দলের কর্মীরা তাঁকে উদ্ধারের চেষ্টা করছিলেন সেইসময় অন্য এক বিজেপি কর্মী সঞ্জয় তাঁতিকেও অপহরণ করা হয়েছে বলে অভিযোগ। এখনও পযর্ন্ত তাঁর কোনও খোঁজ নেই। এই ঘটনায় অভিযোগের তীর শাসকদলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাত থেকেই উত্তপ্ত গোটা এলাকা। ঘটনাস্থলে ইতিমধ্যেই গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। খুনের প্রতিবাদ এবং দোষীদের গ্রেফতারের দাবিতে  মঙ্গলবার শুভেন্দুর নেতৃত্বে রাজ্য সড়ক অবরোধে বসেছেন বিজেপি কর্মীরা। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে (Calcutta High Court) মামলা করতে চলেছে বিজেপি। কেন্দ্রীয় হাসপাতালে দেহে ময়নাতদন্তের দাবি জানিয়েছে বিজেপি। খুনের ঘটনার প্রতিবাদে আগামিকাল বুধবার ১২ ঘণ্টা ময়না বনধের ডাক দিয়েছে বিজেপি।

বিজেপির দাবি, সোমবার রাতে বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে তাঁর স্ত্রীর সামনে মারধর করে দুষ্কৃতীরা। তারপর তাঁকে তুলে নিয়ে যায়। গভীর রাতে বাড়ির এলাকা থেকে কিছুটা দূরে তাঁর দেহ উদ্ধার করে দলের কর্মীরা। মনে করা হচ্ছে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে ওই বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। পাশাপাশি অপহরণ করা হয়েছে সঞ্জয় তাঁতি নামে আরও এক বিজেপি কর্মীকে। মঙ্গলবার দুপুর পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি। সোমবার রাতে এই ঘটনাস্থলে যান ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা (Ashok Dinda)। রাতে থানার সামনে অশোক দিন্দার নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিজেপিকর্মীরা। বিজেপি বিধায়ক জানিয়েছেন, আগামিকাল বুধবার আমরা গণতান্ত্রিক আন্দোলনে সামিল হওয়ার কথা জানিয়েছে বিজেপি। অবিলম্বে অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন অশোক দিন্দা।

বিজেপি বিধায়কের অভিযোগ, খুনের পিছনে হাত রয়েছে ময়নার প্রাক্তন তৃণমূল বিধায়ক সংগ্রাম দলুইয়ের। প্রাক্তন বিধায়কের দাবি, পারিবারিক বিবাদের জেরে এই খুন হয়েছেন বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়া।

ময়নায় বিজেপি কর্মী খুনের প্রসঙ্গে মঙ্গলবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণ এসে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, বাকচাতে গত পঞ্চায়েত নির্বাচন থেকেই অশান্তি চলছে। ওই অঞ্চলের মানুষ তৃণমূলের অত্যাচারে বিজেপির কাছে এসেছেন। বিজেপি গত পঞ্চায়েতে নির্বাচনে জেতার পর থেকেই তৃণমূলের অত্যাচার বেড়েছে। একাধিকবার আক্রমণ হয়েছে। মহিলারা আক্রান্ত হয়েছেন। এলাকার সাধারণ মানুষ ও বিজেপির কর্মীদের উপর পুলিশ দিয়ে অত্যাচার কার হচ্ছে। পঞ্চায়েতের আগে এই সব করে মানুষের মনে ভয় দেখানোর চেষ্টা করছে শাসকদল।