Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে ক্ষমা চাইল রামদেবের পতঞ্জলি

Updated : 21 Mar, 2024 7:40 PM
AE: Abhijit Roy
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে (Supreme Court) হলফনামা দিয়ে ক্ষমা চাইলেন পতঞ্জলি আয়ুর্বেদ (Patanjali Ayurved) সংস্থার ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালাকৃষ্ণ (Acharya Balakrishna)। বৃহস্পতিবার শীর্ষ আদালতে তিনি এও বলেছেন, আর কখনও বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেবে না বাবা রামদেবের (Baba Ramdev) সংস্থা। পতঞ্জলির সাফাই, আধুনিক জীবনযাপনে যে সমস্ত শারীরিক জটিলতা দেখা দেয় তার সমাধান করে দেশের স্বাস্থ্য পরিকাঠামোর ভার লাঘব করতে চেয়েছিল তারা।

বিভ্রান্তিকর বিজ্ঞাপন কাণ্ডে শো-কজ চেয়ে যোগগুরু বাবা রামদেব এবং আচার্য বালাকৃষ্ণকে দুই সপ্তাহের মধ্যে হাজিরা দিতে বলেছিল শীর্ষ আদালত। তার দুই দিনের মধ্যেই সাড়া মিলল। পতঞ্জলি সংস্থার বিরুদ্ধে কেন আদালত অবমাননার মামলা করা হবে না তাও জানতে চেয়েছিল আদালত। তাতে ‘নিঃশর্ত ক্ষমা’ চেয়েছে রামদেবের সংস্থা।