Placeholder canvas
কলকাতা বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ |
K:T:V Clock

Pathaan | এবার রাশিয়ায় ‘পাঠান’

Updated : 9 Jun, 2023 6:45 PM
AE: Hasibul Molla
VO: Priti Saha
Edit: Silpika Chatterjee

মুম্বই : ভারতের বক্সঅফিসে(Indian Box Office) বাজিমাত করে এবার নতুন রেকর্ড গড়তে রাশিয়া যাচ্ছে পাঠান(Pathaan)।গত ২৫ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পেয়েছে শাহরুখ-দীপিকা এব জন আব্রাহাম(Shahrukh Khan,Deepika Padukone & John Abraham) অভিনীত স্পাই ইউনিভার্সের নতুন ছবি(YRF Spy Universe)।গোটা বিশ্ব জুড়ে প্রায় ১১০০কোটি টাকার ব্যবসা করেছে পাঠান।ইতিমধ্যেই ওটিটিতেও যথেষ্ঠ সারা ফেলেছে পরিচালক সিদ্ধার্থ আনন্দের(Siddharth Anand) এই ধুঁয়াধার অ্যাকশন ফিল্ম।বিশ্বের নানা দেশে পাঠান মুক্তি পেলেও ব্রাত্য থেকে গিয়েছিল রাশিয়া।সদ্যই পাঠান নিয়ে বড় পরিকল্পনা করেছেন প্রযোজক আদিত্য চোপড়া।রাশিয়া সহ সিআইএসের(Russia & All CIS Countries) সমস্ত দেশেই মুক্তি পাচ্ছে শাহরুখের জমজমাট স্পাই থ্রিলার ফিল্ম।সূত্রের খবর,সব দেশ মিলিয়ে মোট ৩০০০এরও বেশি হলে মুক্তি পাবে পাঠান।বক্সঅফিসের পাশাপাশি এটাও কিন্তু পাঠান-এর নতুন রেকর্ড।কারণ,এর আগে কোনও বলিউড ছবিই এত বেশি সংখ্যক হলে মুক্তি পায়নি লেনিন-স্ত্যালিনের দেশে।কিন্তু কবে রাশিয়ায় বইতে শুরু করবে পাঠান ঝড়? যশ রাজ ফিল্মসের অন্দরমহলের খবর,আগামী ১৩জুলাই রাশিয়ায় মুক্তি পাবে পাঠান।গোটা ইউরোপের মতো রাশিয়াতেও শাহরুখের দারুণ ফ্যান ফলোয়িং।তাই জারের দেশে পাঠান ভালোই ব্যবসা করবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।


পাঠান দিয়েই যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সূচনা করেছেন প্রযোজক আদিত্য চোপড়া।বক্সঅফিসে ঝড় তুলে ইতিমধ্যেই সর্বকালের অন্যতম সফল ছবির তালিকায় নাম লিখিয়েছে পাঠান।দিওয়ালিতে মুক্তির অপেক্ষায় রয়েছে টাইগার ৩।এবং পাইপলাইনে রয়েছে ওয়ার ২ এবং পাঠান ভার্সেস টাইগার।ভারতীয় বক্সঅফিসে ঝড় তুলে এবার রাশিয়ায় যাচ্ছে পাঠান।শুধু রাশিয়া নয়,সিআইএসের সমস্ত দেশেই প্রায় ৩০০০এরও বেশি সংখ্যক সিনেমা হলে মুক্তি পাবে শাহরুখ-দীপিকার নতুন ছবি।