Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

ডোপিংয়ের দায়ে নির্বাসিত হয়ে কী বললেন বিশ্বজয়ী ফুটবলার!

Updated : 1 Mar, 2024 8:28 PM
AE: Hasibul Molla
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee

রোম: ডোপ পরীক্ষায় ধরা পড়ে চার বছরের জন্য নির্বাসিত হয়েছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবলার পল পোগবা (Paul Pogba)। ইতালির ন্যাশনাল অ্যান্টি-ডোপিং সংস্থার এই শাস্তি মেনে নিতে চাইছেন না জুভেন্তাস (Juventus) তারকা। তিনি এই রায়ে দুঃখিত, ব্যথিত এবং স্তম্ভিত বলে জানিয়েছেন। পোগবা এও জানিয়েছেন, তিনি এই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করবেন।

এই মাসেই ৩১ পূর্ণ হবে ফরাসি মিডফিল্ডারের। শাস্তির মেয়াদ কাটিয়ে ফেরার সময় ৩৫ হয়ে যাবে তাঁর, অর্থাৎ কেরিয়ারটাই শেষ হয়ে যাবে। এক বিবৃতি তিনি জানিয়েছেন, সুইৎজারল্যান্ডে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট-এ (Court of Arbitration for Sport) আবেদন করবেন।