এমআইসি-কে পেমেন্ট হয়ে গিয়েছে, বাকিবুর ঘনিষ্ঠের বিস্ফোরক চ্য়াট
কলকাতা: রেশন দুর্নীতি কাণ্ডে (Ration Scam) বেশ কয়েক দফায় রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick) ৮০ লক্ষ টাকা দিয়েছিলেন ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমান (Bakibur Rahaman)। এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। ইডির দাবি, বাকিবুরের সঙ্গে তাঁর কর্মীদের হোয়াটসঅ্যাপ চ্যাটে এই টাকা লেনদেনের কথা উঠে এসেছে। বাজেয়াপ্ত হওয়া মেরুণ ডায়েরিতে কাকে, কত টাকা দেওয়া হয়েছে, কার থেকে টাকা নেওয়া হয়েছে, এমনও চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে উঠে এসেছে। সেই মেরুণ ডায়েরি অভিজিৎ দাস নামে দেখভাল করতেন। এই অভিজিৎ জ্যোতিপ্রিয়র একান্ত সচিব ছিলেন বলে ইডি সূত্রে খবর।
ইডি সূত্রে খবর, বাকিবুরকে গ্রেফতারির সময় যে মোবাইলগুলি বাজেয়াপ্ত করা হয়েছিল, তা এমআইসি-কে টাকা দেওয়া হয়েছে বলে, এমন একাধিক মেসেজ উদ্ধার হয়েছে। ইডির দাবি, এই এমআইসি-র অর্থ মিনিস্টার ইন চার্জ এবং সেই মন্ত্রী আর কেউ নন, খোদ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়।