Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

এশিয়া কাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড 

Updated : 10 Aug, 2023 10:49 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

লাহোর: আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের জন্য ১৭ জন এবং এশিয়া কাপের (Asia Cup) জন্য ১৫ জনের দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। এই দুই টুর্নামেন্টে বাবর আজমই (Babar Azam) নেতৃত্ব দেবেন। বিশ্বকাপের কথা (CWC 2023) মাথায় রেখে এ বছর ৫০ ওভারের ফর্ম্যাটে হবে এশিয়া কাপ। আফগানদের বিরুদ্ধে একদিনের সিরিজ তাই এশিয়া কাপের রিহার্সাল এবং বিশ্বকাপের রিহার্সাল এশিয়া কাপ হতে চলেছে পড়শি দেশের। ২০২২ সালের এশিয়া কাপে ফাইনালে উঠে শ্রীলঙ্কার (Sri Lanka) কাছে হেরে গিয়েছিলেন বাবররা, এবার সর্বোচ্চ শৃঙ্গে চড়াই তাঁদের লক্ষ্য। শ্রীলঙ্কার মাটিতেই খেলা হবে আফগানিস্তান-পাকিস্তান ওয়ান ডে সিরিজ। 

দলে তিনজন ওপেনার রয়েছে, আবদুল্লা শফিক, ফখর জামান (Fakhar Zaman) এবং ইমাম-উল-হক (Imam-Ul-Haq)। মহম্মদ রিজওয়ানের (Mohammad Rizwan) সঙ্গে ব্যাক আপ কিপার হিসেবে রাখা হয়েছে মহম্মদ হারিসকে। স্পিন বোলিং ডিপার্টমেন্টের নেতৃত্ব দেবেন শাদাব খান (Shadab Khan), তাঁকে সঙ্গ দেবেন মহম্মদ নওয়াজ এবং উসামা মির। ২০২১ সালের জুলাই মাসে শেষবার ওয়ান ডে খেলা ফাহিম আশরাফকে নেওয়া হয়েছে পেসার অলরাউন্ডার হিসেবে। 

শুধু মাত্র আফগানিস্তান সিরিজের জন্য দলে রাখা হয়েছে তায়াব তাহির এবং সাউদ শাকিলকে। তাঁরা এশিয়া কাপে থাকবেন না। যে দুটো বড় নাম এই স্কোয়াডে নেই তা হল শান মাসুদ এবং ইহসানুল্লাহ। এপ্রিল-মে মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে দলে ছিলেন দু’জনেই। পাকিস্তানের পেস বিভাগ মোটামুটি একই রয়েছে। নতুন বলে শুরু করবেন শাহিনশাহ আফ্রিদি (Shain Afridi) এবং হারিস রউফ (Haris Rauf)। আছেন তরুণ স্পিডস্টার নাসিম শাহ। 

এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজে পাকিস্তানের দল: বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, মহম্মদ রিজওয়ান, শাদাব খান, আবদুল্লা শফিক, ফাহিম আশরাফ, হারিস রউফ, ইফতিকার আহমেদ, ইমাম-উল-হক, মহম্মদ হারিস, মহম্মদ ওয়াসিম জুনিয়র, সাউদ শাকিল (শুধু আফগান সিরিজের জন্য), নাসিম শাহ, আগা সালমান, শাহিন আফ্রিদি, তায়াব তাহির (শুধু আফগান সিরিজের জন্য), উসামা মির।