গম্ভীরের কটাক্ষের জবাব দিলেন পিটারসেন!
কলকাতা: গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সমালোচনার জবাব দিলেন কেভিন পিটারসেন (Kevin Pietersen)। তবে তিনি কেকেআর (KKR) মেন্টরের বক্তব্যের প্রতিবাদ করেননি, বরং মেনেই নিয়েছেন। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) অধিনায়কত্বের সমালোচনা করেছিলেন এবি ডিভিলিয়ার্স (AB de Villiers) এবং পিটারসেন। হার্দিকের পাশে দাঁড়িয়ে ওই দু’জনকেই শাণিত বাক্যে বিদ্ধ করেন গম্ভীর। তিনি পরিষ্কার জানান, মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়কের সমালোচনা করার যোগ্য ব্যক্তি নন তাঁরা।
গম্ভীর বলেছিলেন, “হার্দিককে সবকিছু নিয়ে প্রতিদিন, প্রতি ম্যাচে বিচার করা ঠিক নয়। যারা ওর সমালোচনা করছে, তারা নিজেরা যখন অধিনায়ক ছিল সেই সময়ের পারফরম্যান্সের দিকে নজর উচিত। সে এবি ডিভিলিয়ার্স হোক কিংবা কেভিন পিটারসেন। আমার মনে হয় না ওদের কেরিয়ারে নেতৃত্বগুণের কোনও পারফরম্যান্স আছে, কিচ্ছু নেই। যদি রেকর্ড দেখেন, যে কোনও নেতার চেয়ে ওদের পারফরম্যান্স খারাপ।”