শীঘ্রই শুরু হচ্ছে অমরনাথ যাত্রা, জেনে নিন রেজিস্ট্রেশন পদ্ধতি
Updated : 26 Apr, 2024 8:29 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee
অমরনাথ: আগামী ২৯ জুন থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা (Amarnath Yatra 2024)। ২৯ জুন থেকে শুরু করে এই বছরের অমরনাথ যাত্রা চলবে ১৯ অগাস্ট পর্যন্ত। অর্থাত্ মোট ৫২ দিন ধরে অমরনাথ যাত্রা চলবে। গত ১৫ এপ্রিল থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন।
অনলাইনে কিভাবে রেজিস্ট্রেশন করবেন?
- অনলাইনে রেজিস্ট্রেশন করতে ‘শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড’-এর নিজস্ব ওয়েবসাইটে http://jksasb.nic.in-তে যেতে হবে।
- ওয়েব পেজে ওপেন হলে ‘রেজিস্টার’ অপশনে ক্লিক করুন।
- ‘আই আগরি’ অপশনে ক্লিক করার আগে সমস্ত নিয়মাবলী ভালো করে দেখে নিন।
- নাম, ফোন নম্বর, পরিচয়পত্র, ছবি, মেডিক্যাল সার্টিফিকেট আপলোড করে রেজিস্ট্রেশন ফর্মটি সাবমিট করুন।
- অনলাইনে রেজিস্ট্রেশন করতে মাথাপিছু খরচ হবে ১৫০ টাকা। ব্যাঙ্কে গিয়ে টাকা জমা করতে পারেন বা অনলাইন পেমেন্টও করতে পারেন।
- পেমেন্ট হয়ে গেলে যাত্রার অনুমতিপত্রটি ডাউনলোড করে নিন।
Tags: