Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Shravan Month | Lord Shiva | শ্রাবণ মাসে বাড়িতে আনুন এই গাছগুলি, পরিবারে আসবে সুখ-সমৃদ্ধি

Updated : 25 Jul, 2023 8:58 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

 চলছে শ্রাবণ মাস (Shravan Month)। শ্রাবণ মাসকে ‘শিবের মাস’ও (Lord Shiva)বলা হয়ে থাকে। শ্রাবণ মাসের প্রতি সোমবার উপবাসের পাশাপাশি এই মাসে গাছপালা লাগালে পরিবারে সুখ-সমৃদ্ধির আগমন ঘটে। তাই এই মাসে গাছপালা লাগানো শুভ। জেনে নিন,  শ্রাবণ মাসে মহাদেবকে খুশি করতে ও বাস্তু দোষ দূর করতে কোন কোন গাছ লাগাবেন-

আকন্দ গাছ- আকন্দ ফুল শিবের প্রিয়। বেগুনী বা সাদা রঙের এই ফুল শিবকে নিবেদন করলে তাঁকে প্রসন্ন করা যায়। শ্রাবণ মাসে এই ফুল গাছ বাড়িতে লাগাতে পারেন। এই গাছে স্বয়ং শিবের বাস মনে করা হয়। এর প্রভাবে বাড়িতে ইতিবাচক শক্তির বাস হয় এবং পরিবারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়।

শমী গাছ- শমী গাছ শিবের অত্যন্ত প্রিয়। শ্রাবণ মাসে এই গাছ রোপণ করা অত্যন্ত শুভ মনে করা হয়। এই গাছ লাগালে পরিবারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়। পাশাপাশি শিবের আশীর্বাদ লাভ করা যায়। শমী গাছ ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি করে। বাড়ির উত্তর এবং উত্তর-পূর্ব দিকে এই গাছ লাগানো যেতে পারে।

বেল গাছ- বেলপাতা শিবের সর্বাধিক প্রিয়। শাস্ত্রমতে, বাড়িতে এই গাছ লাগালে পরিবারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং লক্ষ্মীর আগমন হয়। বেলপাতার গাছের ছায়ায় শিবলিঙ্গ স্থাপন করে প্রতিদিন জলাভিষেক করলে কখনও অর্থাভাব থাকে না। এর পাশাপাশি লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে। 

কলা গাছ – এই মাসে কলা গাছ লাগালেও শুভ ফলাফল পেতে পারেন। শ্রাবণ মাসে অধিক মাস হওয়ায় বিষ্ণু পুজো করা অত্যন্ত শুভ ফলদায়ী। কলা গাছ বিষ্ণুর অত্যন্ত প্রিয়। তাই শ্রাবণ মাসে কলা গাছ লাগানো শুভ। এর ফলে পরিবারে উন্নতি, সমৃদ্ধি আসে ও সমস্ত সমস্যা দূর হয়। সেই সঙ্গে দাম্পত্য জীবনের সমস্যাও পিছু হটবে। 

তুলসী গাছ-  ভগবান শিবকে তুলসী নিবেদন করা নিষিদ্ধ। তবে শ্রাবণ মাসে ঘরে তুলসী গাছ লাগানো খুবই শুভ। এর পাশাপাশি প্রতিদিন তুলসী পুজো করাও খুব শুভ। শ্রাবণ মাসে তুলসী গাছ লাগালে পরিবারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে। শাস্ত্র মতে তুলসী গাছ ধন বৃদ্ধিতে সহায়ক। পাশাপাশি, লক্ষ্মীকে প্রসন্ন করতে প্রতিদিন তুলসী গাছে প্রদীপ প্রজ্জ্বলিত করুন। এমন করলে পরিবারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়।

 চলছে শ্রাবণ মাস (Shravan Month)। শ্রাবণ মাসকে ‘শিবের মাস’ও (Lord Shiva)বলা হয়ে থাকে। শ্রাবণ মাসের প্রতি সোমবার উপবাসের পাশাপাশি এই মাসে গাছপালা লাগালে পরিবারে সুখ-সমৃদ্ধির আগমন ঘটে। তাই এই মাসে গাছপালা লাগানো শুভ। জেনে নিন,  শ্রাবণ মাসে মহাদেবকে খুশি করতে ও বাস্তু দোষ দূর করতে কোন কোন গাছ লাগাবেন-

আকন্দ গাছ- আকন্দ ফুল শিবের প্রিয়। বেগুনী বা সাদা রঙের এই ফুল শিবকে নিবেদন করলে তাঁকে প্রসন্ন করা যায়। শ্রাবণ মাসে এই ফুল গাছ বাড়িতে লাগাতে পারেন। এই গাছে স্বয়ং শিবের বাস মনে করা হয়। এর প্রভাবে বাড়িতে ইতিবাচক শক্তির বাস হয় এবং পরিবারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়।

শমী গাছ- শমী গাছ শিবের অত্যন্ত প্রিয়। শ্রাবণ মাসে এই গাছ রোপণ করা অত্যন্ত শুভ মনে করা হয়। এই গাছ লাগালে পরিবারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়। পাশাপাশি শিবের আশীর্বাদ লাভ করা যায়। শমী গাছ ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি করে। বাড়ির উত্তর এবং উত্তর-পূর্ব দিকে এই গাছ লাগানো যেতে পারে।

বেল গাছ- বেলপাতা শিবের সর্বাধিক প্রিয়। শাস্ত্রমতে, বাড়িতে এই গাছ লাগালে পরিবারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং লক্ষ্মীর আগমন হয়। বেলপাতার গাছের ছায়ায় শিবলিঙ্গ স্থাপন করে প্রতিদিন জলাভিষেক করলে কখনও অর্থাভাব থাকে না। এর পাশাপাশি লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে। 

কলা গাছ – এই মাসে কলা গাছ লাগালেও শুভ ফলাফল পেতে পারেন। শ্রাবণ মাসে অধিক মাস হওয়ায় বিষ্ণু পুজো করা অত্যন্ত শুভ ফলদায়ী। কলা গাছ বিষ্ণুর অত্যন্ত প্রিয়। তাই শ্রাবণ মাসে কলা গাছ লাগানো শুভ। এর ফলে পরিবারে উন্নতি, সমৃদ্ধি আসে ও সমস্ত সমস্যা দূর হয়। সেই সঙ্গে দাম্পত্য জীবনের সমস্যাও পিছু হটবে। 

তুলসী গাছ-  ভগবান শিবকে তুলসী নিবেদন করা নিষিদ্ধ। তবে শ্রাবণ মাসে ঘরে তুলসী গাছ লাগানো খুবই শুভ। এর পাশাপাশি প্রতিদিন তুলসী পুজো করাও খুব শুভ। শ্রাবণ মাসে তুলসী গাছ লাগালে পরিবারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে। শাস্ত্র মতে তুলসী গাছ ধন বৃদ্ধিতে সহায়ক। পাশাপাশি, লক্ষ্মীকে প্রসন্ন করতে প্রতিদিন তুলসী গাছে প্রদীপ প্রজ্জ্বলিত করুন। এমন করলে পরিবারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়।