Placeholder canvas
কলকাতা সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

জি ২০ সম্মেলনের আগে মোদি-বাইডেন বৈঠক, যৌথ বিবৃতিতে সুসম্পর্কের বার্তা দু’দেশের

Updated : 9 Sep, 2023 8:22 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

নয়াদিল্লি: শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠকে করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। শুক্রবার প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার ভারতে আসেন বাইডেন।  দিল্লিতে পৌঁছেই জি ২০ সম্মেলনের (G 20 Summit) আগে গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসেন। বৈঠক শেষে মোদি জানান, অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়েছে। এমন বহু বিষয় নিয়ে কথা বলা সম্ভব হয়েছে, যার দরুন দু’দেশের মধ্যে আরও সংযোগ বাড়বে। আমাদের দু’দেশের মধ্যে বন্ধুত্ব আরও ভালো হবে বলে জানিয়েছেন তিনি। এরপরই বাইডেন বলেন, জি২০-তে বৈঠকের কারণে আমাদের দু’দেশের সম্পর্ক আরও ভালো হয়েছে।

বিদেশ মন্ত্রক সূত্রের খবর, জেট ইঞ্জিন, ঘাতক ড্রোন, ৬জি-র মতো উচ্চস্তরের প্রযুক্তি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকের পর দু’দেশের তরফে বিবৃতি প্রকাশিত করেছে। তাৎপর্যপূর্ণ ভাবে সেখানে বলা হয়েছে, দুই দেশের নেতারা গণতন্ত্র, মানবাধিকার, স্বাধীনতা, বহুত্ববাদ, সবাইকে সঙ্গে নিয়ে চলা, সব নাগরিকের সমান অধিকারের মতো বিষয়গুলিতে জোর দিয়েছেন।

উল্লেখ্য, দ্বিপাক্ষিক আলোচনায় চন্দ্রযান-৩ -এর সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বাইডেন। এমনকী ভারত মহাকাশ গবেষণায় এক নতুন ইতিহাস তৈরি করেছে বলেও উল্লেখ করেছে মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি ভারতের প্রথম সৌর মিশন আদিত্য এল-১-এর সফল উৎক্ষেপণের জন্যও অভিনন্দন জানিয়েছেন তিনি। আগামিদিনে ইসরো ও নাসা যাতে যৌথভাবে মহাকাশ গবেষণায় কাজ করে, সে বিষয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।