Placeholder canvas
কলকাতা সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

মোদির ৭৩তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছার বন্যা

Updated : 17 Sep, 2023 8:19 PM
AE: Abhijit Roy
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

নয়াদিল্লি: রবিবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ৭৩তম জন্মদিন। একের পর এক শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন রাষ্ট্রপতি থেকে শুরু করে বহু সম্মাননীয় ও রাজনৈতিক নেতারা। বিজেপির দলীয় কর্মী ও নেতারা এদিন মহা সমারোহে মোদির জন্মদিন পালনের নানা পরিকল্পনা নিয়েছেন। এদিকে জন্মদিনে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে কিন্তু প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তা শুধু ভারতেই নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ভারতের বিখ্যাত প্রধানমন্ত্রীদের মধ্যে তাকে গণ্য করা হয়। জন্মদিনে প্রধানমন্ত্রী মোদীকে অনেক অভিনন্দন ও বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে অমিত শাহ, রাজনাথ সিং সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।

এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স হ্যান্ডলে মোদিকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। এই ‘অমৃত কালে’ আপনার দূরদৃষ্টি ও শক্তিশালী নেতৃত্বে আপনি ভারতের সামগ্রিক উন্নয়নকে পথ দেখাবেন, এটাই প্রার্থনা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি সর্বদা সুস্থ ও খুশি থাকুন। আপনার অসামান্য নেতৃত্বে দেশবাসীর উন্নতি হোক।’