Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

ভোটের আগেই বাংলা-সহ ১০টি রুটে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা প্রধানমন্ত্রীর

Updated : 12 Mar, 2024 8:47 PM
AE: Hasibul Molla
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee

আহমেদাবাদ: আসন্ন লোকসভা নির্বাচনের (Lok Sabha Vote2024 ) আগেই ফের একটি বন্দে ভারত পেল বাংলা। মঙ্গলবার গুজরাটের আহমেদাবাদ থেকে ভিডিয়ো কনফারেন্সে বাংলা-সহ ১০টি রুটে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এছাড়াও এদিন রেললাইন বিস্তার, রেলের পরিকাঠামো ও সংযোগ উন্নত করতে বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস করেন তিনি। সারা দেশ জুড়ে ৮৫ হাজার কোটি টাকার মোট ছ’হাজার রেল প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী।

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, রেলের যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও রেলের বিকাশে গত ১০ বছরে রেলে পরিকাঠামোয় ব্যাপক উন্নতি করা হয়েছে। বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, ভারতীয় রেলে আগের নরকের দশা ছিল। ভারতীয় রেলকে সেই দুর্বিষহ ভয়াবহ পরিস্থিতি থেকে টেনে তুলে এনেছে আমাদের সরকার।২০১৪ সালের আগের তুলনায় আমাদের সরকার বাজেটে রেলের বরাদ্দ ৬ গুণ বাড়িয়েছে। এপ্রসঙ্গেই গ্যারান্টি দিয়ে মোদি বলেন, এখন রেলের উন্নয়ন করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারগুলির মধ্যে অন্যতম। আজ আমি গ্যারান্টি দিচ্ছি, আগামী ৫ বছরে ভারতীয় রেলের এমন কাজ দেখবেন, যা ওঁরা কল্পনাও করেনি।