Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ০৭ মে ২০২৪ |
K:T:V Clock

তৃণমূল-কংগ্রেস তুষ্টিকরণের রাজনীতি করছে, মালদহে অভিযোগ মোদির

Updated : 26 Apr, 2024 7:26 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

মালদহ: বাংলায় প্রচারে এসেও প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক তাস খেললেন। শুক্রবার মালদহে নির্বাচনী জনসভায় নরেন্দ্র মোদি বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে দেশের মহিলাদের মঙ্গলসূত্র কেড়ে নেবে, সোনার গয়নার হিসেব নেবে। ওরা একটা এক্স রে মেশিন নিয়ে এসেছে। মানুষের সব সম্পত্তির হিসেব নিয়ে তা নিজেদের ভোটব্যাঙ্কের মধ্যে বিলিয়ে দেবে। বাংলায় তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে তুষ্টিকরণের প্রতিযোগিতা চলছে। তাই কেউ কাউকে চটাচ্ছে না। তৃণমূল কংগ্রেসের মতোই তুষ্টিকরণের রাজনীতি করছে। মোদির আরও অভিযোগ, তৃণমূল অনুপ্রবেশকারীদের মদত করছে। তুষ্টিকরণের জন্য এই দুই দল যা খুশি তাই করতে পারে।

এদিন বালুরঘাট, রায়গঞ্জ এবং দার্জিলিং কেন্দ্রে ভোট চলছে। তার মধ্যেই বালুরঘাটের পাশের মালদহ উত্তর এবং মালদহ দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা করেন মোদি। প্রচণ্ড গরমের মধ্যেও প্রধানমন্ত্রীর সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। মহিলাদের উপস্থিতিও ছিল নজরকাড়া। ভিড় দেখে আপ্লুত প্রধানমন্ত্রী বলেন, আপনাদের ভালোবাসা দেখে মনে হয়, আমি আগের জন্মে বাংলায় জন্মেছিলাম। হয় আগের জন্মে জন্মেছিলাম। নতুবা পরের জন্মে বাংলায় জন্মাব।