Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

চন্দ্রযান-৩-এর অবতরণস্থলের নাম শিবশক্তি, দেশে ফিরেই ঘোষণা মোদির

Updated : 26 Aug, 2023 10:49 PM
AE: Abhijit Roy
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

বেঙ্গালুরু: ইতিহাস গড়েছে ভারত। শনিবার দেশে সকালে দেশে ফিরেই চন্দ্রযান-৩-এর অবতরণস্থলের নাম শিবশক্তি ঘোষণা করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকালে ইসরো পৌঁছে এই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, ২০১৯ সালে চন্দ্রযান-২ চাঁদের যে জায়গায় ভেঙে পড়েছিল, সে জায়গারও নামকরণ করলেন তিনি। নাম দিলেন তেরঙ্গা। একইসঙ্গে চন্দ্রযান-৩-এর সাফল্যের জন্য ২৩ অগাস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসাবেও ঘোষণা করেন মোদি। এদি তিনি বলেন, ইসরোর বিজ্ঞানীদের ধৈর্য্য, পরিশ্রম দেশকে যে উচ্চতায় নিয়ে গিয়েছে, তা সাধারণ নয়।

চন্দ্রযান-৩ অভিযানের সাফল্য নিয়ে মোদি বলেন, ইসরো আমাদের দেশকে গর্বিত করেছে। ভারত চাঁদে পৌঁছে গিয়েছে। আমরা চাঁদের যেখানে পৌঁছেছি, সেখানে আগে কেউ পৌঁছয়নি। সারা বিশ্ব ভারতীয় প্রযুক্তি এবং বিজ্ঞানের প্রশংসা করছে। চন্দ্রযান-৩ ভারতের না, মানবতার সাফল্য। এই অভিযান দেশের বিভিন্ন ক্ষেত্রে নতুন রাস্তা খুলে দেবে। আমি ইসরোর সব বিজ্ঞানী, কৌশলী এবং চন্দ্রযান-৩-এর সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানাচ্ছি।

দু’দেশের সফর শেষে ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে দেখা করতে এদিন সকালে বেঙ্গালুরু পৌঁছন প্রধানমন্ত্রী। এদিন বেঙ্গালুরু বিমানবন্দরের বাইরে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন মোদি। এর পর চন্দ্রযান-৩-এর সাফল্যে ইসরো বিজ্ঞানীদের সঙ্গে দেখা করার কথাও জানান। ইসরোর এই সাফল্যকে জয় বিজ্ঞান জয় অনুসন্ধান বলেও বার্তা দেন তিনি।