Placeholder canvas
কলকাতা সোমবার, ১১ নভেম্বর ২০২৪ |
K:T:V Clock

লক্ষ্য লোকসভা ভোট, এ মাসেই মোদির উত্তরবঙ্গ সফর?

Updated : 2 Nov, 2023 7:23 PM
AE: Samrat Saha
VO: Rachana Mandal
Edit: Subhadeep Banerjee

জলপাইগুড়ি: সামনেই লোকসভা নির্বাচন। বিভিন্ন দল শুরু করে দিয়েছে প্রস্তুতি। এদিকে চলতি মাসেই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি সূত্রে তেমনটাই জানা যাচ্ছে। জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে উত্তরবঙ্গের বিজেপি।

তার আগে একাধিক কর্মসূচিও রয়েছে বিজেপির। বুধবার বিজেপির মেটেলি আপার মণ্ডলকমিটির তরফে মেটেলি বাজারের দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা করা হয়। সভায় লোকসভা ভোটের আগে সংগঠনকে শক্তিশালী করার বিষয়েও হয় আলোচনা হয়।

বিজেপির মেটেলি আপার মণ্ডল সভাপতি অমিত ছেত্রী বলেন, চলতি মাসেই ডুয়ার্সে সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভা সহ লোকসভা ভোটের আগে নানান কর্মসূচিও রয়েছে। এদিনের সভায় প্রধানমন্ত্রীর সফর এবং অন্যান্য বিষয়নিয়ে আলোচনা হয়েছে।

অমিত জানান, মেটেলি আপার মণ্ডলে বিজেপির সংগঠন খুবই মজবুত। পঞ্চায়েত নির্বাচনে এবার বিজেপির সদস্যের সংখ্যা বেড়েছে। পঞ্চায়েতের মতো ফল লোকসভায় হবে না। লোকসভা ভোটকে সামনে রেখে এখন থেকেই সংগঠনকে মজবুত করার বার্তা দেওয়া হয়েছে এদিনের সভায়।