Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

PM Modi in France | ভারতীয় পড়ুয়াদের ৫ বছরের ভিসা দেবে ফ্রান্স, মোদি-ম্যাক্রোঁ চুক্তি

Updated : 15 Jul, 2023 12:28 AM
AE: Hasibul Molla
VO: Priti Saha
Edit: Silpika Chatterjee

প্যারিস: ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লিজিয়ঁ অব অনারে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার প্যারিসে পৌঁছে ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নের সঙ্গে সাক্ষাৎ করেন মোদি। পরে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে নৈশভোজে অংশ নেন। আজ, শুক্রবার মোদি ফ্রান্সের জাতীয় দিবস উপলক্ষে প্যারেডে উপস্থিত থাকবেন। প্রসঙ্গত, মোদির এবারের ফ্রান্স সফর ঘটনাচক্রে দুদেশের মৈত্রীর ২৫ বছর পূর্তিতে হচ্ছে। গত ২৫ বছরে চার ফরাসি প্রেসিডেন্ট এবং তিনজন প্রধানমন্ত্রী এই মৈত্রীকে আরও জোরাল করেছেন। ২০০৯ সালে বাস্তিল প্যারেডে অংশ নিয়েছিলেন। সে সময়ও এবারের মতো ভারতীয় তিন বাহিনীর প্যারেড হয়েছিল সারে জাঁহাসে আচ্ছা ও কদম কদম বাড়ায়ে যা সুরে তাল মিলিয়ে।

প্যারিসে ভারতীয় অনাবাসীদের একটি অনুষ্ঠানে ভাষণে মোদি বলেন, ভারত দ্রুত বদলে যাচ্ছে। গণতন্ত্রের জন্মদাত্রী এদেশ সংহতির এক আদর্শ প্রতীক। গোটা পৃথিবী যখন এক নতুন পৃথিবীর দিকে এগিয়ে চলেছে, তখন ভারতেও দ্রুত পরিবর্তন হচ্ছে। ফ্রান্সের সঙ্গে ইউপিআই ব্যবহারের বিষয়ে একটি চুক্তি হয়েছে। এছাড়াও ফ্রান্স এখানে পড়াশোনার জন্য পাঁচ বছরের জন্য এককালীন ভিসা দিতে সম্মত হয়েছে। এতে ভারতীয় ছাত্রছাত্রীদের খুব সুবিধা হবে। তিনি বলেন, আমি চুক্তি করেছি। কিন্তু আপনাদের কাজ হবে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া। উল্লসিত দর্শকদের উদ্দেশে মোদির বক্তব্য, ইউপিআই শুরু হবে আইফেল টাওয়ার থেকে। ফলে এখন থেকে ভারতীয় পর্যটকদের টাকায় লেনদেন করার সুবিধা হবে, আইফেল টাওয়ারের মাথা থেকেও পেমেন্ট করা যাবে।

মোদির ভাষণে আবেগে আপ্লুত ভারতীয় বংশোদ্ভূত মহিলা কেঁদেই ফেলেন। ভাষণ শেষে তিনি বলেন, উনি যেন হৃদয় দিয়ে কথাগুলি বলছিলেন। অসম্ভব সুন্দর একটি ভাষণ দিলেন। তাঁকে যেটা সবথেকে বেশি স্পর্শ করেছে সেটা হল বিদেশের মাটিতে দেশের কোনও প্রধানমন্ত্রীকে এই প্রথম উজ্জ্বল মুখে দেখতে পেলাম। তাঁর মধ্য থেকে যেন একটা দীপ্তি ফুটে বেরচ্ছিল। আমি কাঁদছি কারণ আমি যেন একটা ঘোরে রয়েছি।
উল্লেখ্য, ফ্রান্স থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেন মোদি। ফোনে তিনি দিল্লির বন্যা পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেন। যমুনা নদীর জল বাড়ায় গতকালই দিল্লির একাংশ ডুবে যায়। সে প্রসঙ্গে অমিত শাহ এবং দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তাঁকে পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল করান। তিনি প্রধানমন্ত্রীকে জানান, আশা করা হচ্ছে আগামী ২৪ ঘণ্টায় যমুনার জল কমতে শুরু করবে।