Placeholder canvas
কলকাতা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

কেন ২১ জুন তারিখেই যোগ দিবস হয়?

Updated : 21 Jun, 2024 5:22 PM
AE: Krishnendu Ghosh
VO: Priyanka Banerjee
Edit: Silpika Chatterjee

কলকাতা: অনেকের কথায়, ২১ জুন তারিখটি এই দিবসটির জন্য উপযুক্ত। কারণ বিভিন্ন জাতির মধ্যে এই দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। পাশাপাশি এই দিনে উত্তর গোলার্ধে সূর্য কর্কটক্রান্তি রেখার উপর উল্লম্বভাবে আলো ফেলে। উত্তর গোলার্ধের এই দীর্ঘতম দিনটিকে উত্তরায়ণের শেষ দিন বলে।