Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

রাত ৩টেয় জ্ঞানবাপী মসজিদে পুজো হিন্দুদের

Updated : 1 Feb, 2024 8:11 PM
AE: Abhijit Roy
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee

বারাণসী: আদালতের নির্দেশে ৩০ বছর পর জ্ঞানবাপী মসজিদে ফের শুরু হল পূজার্চনা, আরতি। মসজিদের ভিতরে ‘ব্যাসজি কি তেহখানা’য় বৃহস্পতিবার রাত ৩টের সময় এক পুরোহিত ঢুকে পুজো করেন। তারপর আরতিও করেন। তাঁর দাবি, ভিতরে তিনি ‘নন্দী’ (শিবের বাহন ষাঁড়) দর্শন করেছেন। মসজিদের ভিতরে চারটি প্রকোষ্ঠ বা তেহখানা রয়েছে। যার মধ্যে দক্ষিণাংশের একটির নাম ‘ব্যাসজি কি তেহখানা।’

বারাণসী আদালত বুধবার জ্ঞানবাপী মসজিদের ভিতরে এক পুরোহিতকে পূজার্চনার অনুমতি দেয়। তারপরই দ্রুত তৎপরতার সঙ্গে শুরু হয় পুজোর ব্যবস্থা। জেলা আদালতের নির্দেশ রাতারাতি পালন করতে আদাজল খেয়ে নেমে পড়ে বারাণসী প্রশাসন।