বোলপুর জুড়ে বিজেপি নেতা অনুপম হাজরার বিরুদ্ধে পোস্টার
বোলপুর: এবার বেশ কয়েকদিন ধরে বিতর্কে থাকা বিজেপি নেতা অনুপম হাজরার বিরুদ্ধে পোষ্টার পড়ল বোলপুরে। তাঁর নিজের শহর বোলপুরের বিভিন্ন জনবহুল এলাকায় অনুপমের বিরুদ্ধেই পড়ল পোষ্টার। পোস্টারে লেখা, সেটিংবাজ অনুপম হাজরা। গরু পাচার মামলায় অনুপম হাজরার বিরুদ্ধে তদন্ত হোক। পোস্টারে অনুব্রত মণ্ডল ও অনুপমের ছবিও লাগানো হয়েছে।
দলের রাজ্য ও জেলার একাধিক নেতার বিরূদ্ধে বেশ কয়েকদিন ধরে মন্তব্য করে বিতর্কে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অনুপম হাজরা। বীরভূমের বিভিন্ন জায়গায় বিজেপির একটি গোষ্ঠীকে সঙ্গে নিয়ে মিটিং করছিলেন তিনি। বুধবার খয়রাশোলে তাঁর বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে মঞ্চ ভাংচুর করার অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের একাংশের বিরুদ্ধে। এর দু’দিন পরই তাঁর নিজের শহর বোলপুরে তাঁর বিরুদ্ধে পোষ্টার পড়ায় রীতিমতো রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে বীরভূমের রাজনৈতিক মহলে।
এ বিষয়ে অনুপম বলেন, আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদিকে তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসাতে আমরা বদ্ধপরিকর। যে সমস্ত বিজেপি কর্মীরা দলে থেকে অবহেলিত রয়েছেন তাঁদের নিয়ে আমি মিটিং-মিছিল করছি। যাতে তাঁরা আগামী নির্বাচনে আরও চাঙ্গা হয়ে দলের হয়ে কাজ করতে পারেন। কিন্তু এর মাঝেই চোরমুক্ত বিজেপির ডাক দিয়েছি। বহু জেলার সভাপতিরা তৃণমূলের সঙ্গে সেটিং করে দলের ক্ষতি করছে। তাই চোরমুক্ত বিজেপির ডাক দেওয়ায় অনেকের গায়ে লেগেছে। তারাই রাতের অন্ধকারে আমার বিরুদ্ধে এমন পোস্টার দিয়েছে বলে জানান তিনি।