Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Tamluk | TMC | তমলুকে চার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পোস্টার ঘিরে চাঞ্চল্য

Updated : 25 Apr, 2023 5:38 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Monojit Malakar

তমলুক: তমলুক (Tamluk) পুরসভার চার তৃণমূল কাউন্সিলরের (TMC Councillor) বিরুদ্ধে এলাকায় পোস্টার (Poster) পড়ার ঘটনায় আলোড়ন পড়ে যায় মঙ্গলবার। এদিন সকালে তমলুক শহরের বিভিন্ন এলাকায় তৃণমূলের (TMC) শহর সভাপতি তথা ২০নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল খাড়া সহ চার কাউন্সিলরের নামে প্রচুর পোস্টার দেখা যায়। সেইসব পোস্টারে কোনওটিতে লেখা, মীরজাফর চোর গদ্দারদের হটাও। আবার কোনওটিতে লেখা, চঞ্চল খাড়া, কানাইলাল দাস, বিমল ভৌমিক, গৌতম পালরা আসলে কোন দলের, জবাব চাই জবাব দাও। ওইসব পোস্টারে আরও অভিযোগ করা হয়েছে, ওই কাউন্সিলররা শুভেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারীর সঙ্গে গোপন বৈঠকও করেছেন। এই পোস্টার ঘিরে জেলা তৃণমূলে অস্বস্তি তৈরি হয়েছে।

তৃণমূলের তমলুক শহর সভাপতি চঞ্চল বলেন, জেলা সভাপতি সৌমেন মহাপাত্রের সঙ্গে কথা বলে এ ব্যাপারে প্রতিক্রিয়া দেব। বাকি তিন কাউন্সিলর অবশ্য এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি। জেলা এক তৃণমূল নেতার দাবি, এটা বিজেপির কাণ্ড। যদিও বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির তমলুক শহর মণ্ডল সভাপতি সুকান্ত চৌধুরী বলেন, তমলুকে তৃণমূলের তুমুল গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। ১৮ জন কাউন্সিলরের মধ্যে ছটি গোষ্ঠী রয়েছে। কাউন্সিলররা শহরের উন্নয়নে মন দেন না। চুরি-চামারি এবং গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েই ব্যস্ত থাকেন। ওই পোস্টার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই লাগানো হয়েছে। এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা শুরু হতেই তমলুকে তৃণমূলের কোন্দল সামনে আসায় দল অস্বস্তিতে পড়েছে। মঙ্গলবার কোচবিহার থেকে শুরু হয়েছে অভিষেকের এই যাত্রা। তা সব জেলাতেই পৌঁছবে। যাবে মেদিনীপুরেও। স্থানীয় সূত্রের খবর, তড়িঘড়ি ওইসব পোস্টার খুলে ফেলা হয়েছে।