Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ |
K:T:V Clock

আর্সেনালের বিরুদ্ধে ম্যান ইউ কোচের আসল পরীক্ষা

Updated : 4 Dec, 2024 4:53 PM
AE: Samrat Saha
VO: Subhangi Mukhopadhyay
Edit: Mousumi Biswas

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Man Utd) হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়ে এ পর্যন্ত অপরাজিত রুবেন অ্যামোরিম (Ruben Amorim)। তাঁর আক্রমণাত্মক ফুটবল সমর্থক থেকে বিশেষজ্ঞ, সবার পছন্দ হয়েছে। গত রবিবার প্রিমিয়ার লিগে এভার্টনকে ৪-০ উড়িয়ে দিয়েছে ম্যান ইউ। তবে আজ বুধবার (ভারতীয় সময়ানুযায়ী বৃহস্পতি) আসল পরীক্ষার মুখে পড়তে চলেছেন অ্যামোরিম। প্রিমিয়ার লিগে আজ আর্সেনালের (Arsenal) সামনে তাঁর দল।

গত দু’ তিন মরসুমে আর্সেনালকে লিগ জয়ের অন্যতম দাবিদার করে তুলেছেন কোচ মিকেল আর্তেতা (Mikel Arteta)। বুকায়ো সাকা (Bukayo Saka), মার্টিন ওডেগার্ড, কাই হ্যাভার্টরা শুধু ম্যাচ জেতাচ্ছেন না, অসাধারণ ফুটবল খেলছেন। গানারদের আক্রমণের বৈচিত্র‍্যে নাস্তানাবুদ হচ্ছে প্রতিপক্ষ। এহেন শক্তিশালী দলের বিরুদ্ধে অ্যামোরিমের ইউনাইটেডের আজ কঠিন লড়াই।

তিন ডিফেন্ডার নিয়ে রক্ষণ সাজাচ্ছেন ম্যান ইউ কোচ। মাঝমাঠে পাঁচজনকে রেখে ভিড় বাড়াচ্ছেন। এই ফর্মেশনে আক্রমণে ধার বাড়ে, আবার একই সঙ্গে রক্ষণ আলগা হওয়ার আশঙ্কা থাকে। আর্সেনালের মতো দ্রুত গতির আক্রমণাত্মক দলের বিরুদ্ধে এই আশঙ্কা আরও বেশি। অ্যামোরিম আজ দল সাজানোয় কোনও বদল আনেন কি না দেখার।

এভার্টন ম্যাচের শেষের দিকে গোড়ালিতে আইস প্যাক লাগিয়ে বসে থাকতে দেখা গিয়েছিল রেড ডেভিল অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজকে (Bruno Fernandez)। তবে খুশির খবর, তিনি সুস্থ। ১৯ বছর বয়সি ডিফেন্ডার লেনি ইয়োরোও আর্সেনাল ম্যাচে স্কোয়াডে থাকবেন বলে জানিয়েছেন অ্যামোরিম। ইউরোপা লিগে জোড়া গোল করা সত্ত্বেও র‍্যাসমুস হোয়লুন্ডকে বসিয়ে এভার্টন ম্যাচে জশুয়া জার্কজিকে খেলাম ম্যান ইউ কোচ। জার্কজিও জোড়া গোল করে ফর্মে ফেরেন। এদিনের বড় ম্যাচে স্ট্রাইকার হিসেবে কাকে খেলাবেন অ্যামোরিম?