Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

৪০টি মন্দির ‘মুক্ত’ করার ‘ধর্মযুদ্ধ’ ঘোষণা

Updated : 27 Dec, 2023 7:11 PM
AE: Samrat Saha
VO: Avik Nandi
Edit: Silpika Chatterjee

নয়াদিল্লি: লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024) যত এগিয়ে আসছে, হিন্দুত্বের রাজনৈতিক জাগরণ ততই মাথাচাড়া দিচ্ছে। অযোধ্যা (Ayodhya), কাশী (Kashi), মথুরার (Mathura) পর এবার দেশের একমাত্র সরস্বতী মন্দির (Goddess Saraswati Temple) ভোজশালাসহ (Bhojshala) ৪০টি হিন্দু মন্দিরকে ‘মুক্ত’ করার প্রস্তুতি নিতে চলেছে কট্টর সনাতনী সংগঠনগুলি। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের বসন্ত পঞ্চমী (Basant Panchami) থেকেই সেই তৎপরতা শুরু হবে। মন্দির-মসজিদ জটের গেরো কাটাতে কোমর বেঁধে নামতে চলেছে হিন্দুত্ববাদীরা।

অযোধ্যায় রামমন্দির নির্মাণ শেষের মুখে। আগামী ২২ জানুয়ারি প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বহু বিশিষ্ট ব্যক্তি। মথুরার কৃষ্ণ জন্মভূমি, কাশীর বিশ্বনাথ মন্দিরের জটিলতাও আদালতের চৌকাঠে রয়েছে। মধ্যপ্রদেশের ধার জেলার ভোজশালা নিয়েও জটিলতা আদালতে রয়েছে। এর মধ্যেই হিন্দু সংগঠনগুলি প্রস্তুতি নিচ্ছে আরও ৪০টি মন্দির-মসজিদ জটিলতা আদালতে নিয়ে যেতে।