Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

সাধারণতন্ত্র দিবসে লাল মাটির মেয়ের যোগা দেখবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী

Updated : 25 Dec, 2023 5:33 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

বাঁকুড়া: ছোট থেকে আর পাঁচটা সাধারণ মেয়ের মতো ছিল না পুজা (Puja Kole)। দিদির কাছ থেকে খেলাচ্ছলে শেখা যোগা (Yoga) তাঁর ধ্যানজ্ঞান হয়ে গিয়েছিল। সেই মেয়ে ধীরে ধীরে যোগাভ্যাসকেই নিজের জীবনের অঙ্গ করে নেয়। তা নিয়েই পড়াশোনা করে। এবার সেই যোগা দেখাতে তিনি দিল্লি প্রজাতন্ত্র দিবসের (Republic Day) অনুষ্ঠানে অংশ নেবেন। পুজা কোলের এই সাফল্যে গর্বিত বাঁকুড়াবাসী। লাল মাটির ধুলো মেখে বেড়ে উঠেছে সে। সেখান থেকে রাজধানীতে গিয়ে প্রজাতন্ত্র দিবসে দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সামনে নিজের প্রতিভা তুলে ধরবেন ভেবে যারপরনাই উচ্ছ্বসিত। কুচকাওয়াজে প্যারেড ক্যাম্পে যোগ দেবেন তিনি।

মাত্র তিন বছর বয়স থেকে যোগ অভ্যাসে মন দেওয়া। বাবা গোলকবিহারী কোলের কোতুলপুরে রয়েছে টেলার্সের দোকান। মা মিঠু কোলে একজন গৃহবধূ। দিদি মৌসুমী কোলে এখন বেঙ্গাই কলেজের শিক্ষিকা। দিদি মৌসুমীও ছোট থেকেই যোগ ব্যায়ামে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। দিদির অনুপ্রেরণা থেকে পুজার যোগ ব্যায়ামে ঝোঁক বাড়ে। দুই বোন খুব কম বয়স থেকেই যোগ ব্যায়ামে জেলা, রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক স্তর থেকে ছিনিয়ে এনেছে সাফল্য। পুজার ঝুলিতে নানান সাফল্য এসেছে। তিনি কোতুলপুরের স্থানীয় স্কুল থেকে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের পরে বেঙ্গাই কলেজ থেকে এডুকেশন অনার্স করে স্নাতক। সেখান থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে যোগাতে ডিপ্লোমা করে বাঁকুড়া খ্রিশ্চান কলেজ থেকে বিপিএড করে বর্তমানে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এমপিএড এর ফাইন্যাল ইয়ারের তৃতীয় সেমিস্টারের ছাত্রী।