বৃষ্টির মরশুমে চোখের সংক্রমণ, কীভাবে বাঁচবেন কনজাংটিভাইটিস থেকে?
অন্যান্য ঋতুর থেকে বৃষ্টির মরশুমে অসুখের প্রকোপ অনেকটাই বেড়ে যায়। পেটে ব্যথা থেকে শুরু করে ঠান্ডা লাগা, কিছু না কিছু লেগেই থাকে এই মরশুমে। তবে বর্ষাকালে যে সমস্যাটা বেশি দেখা দেয় সেটা হল কনজাংটিভাইটিস (Conjunctivitis)। সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী, বিভিন্ন সরকারি বা বেসরকারি হাসপাতালে চোখের সমস্যা নিয়ে যত রোগী এই বৃষ্টির মরশুমে (Rainy Season) আসছে তার ২০-২৫ শতাংশ কনজাংটিভাইটিস আক্রান্ত। এটি এমনই এক সংক্রামক রোগ যে আক্রান্ত ব্যক্তির ২ ফুটের মধ্যে কেউ এলে সেও আক্রান্ত হয়। ফলে খুব দ্রুত এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে সংক্রামিত হওয়ার সম্ভাবনা থাকে।
মূলত ভাইরাস অথবা ক্ষতিকারক ব্যাকটেরিয়া চোখে বাসা বাঁধলে এই সমস্যাটি তৈরি হয়। বছরের অন্য সময় এই রোগের প্রকোপ দেখা না গেলেও বিশেষ করে বৃষ্টির মরশুমে দেখা যায় চোখের এই সমস্যা। ছোট থেকে বড়, প্রায় প্রত্যেকের চোখেই দেখা যায় কনজাংটিভাইটিস। এই রোগটি যেহেতু সংক্রমণ জনিত রোগ তাই একজনের হলে সঙ্গে সঙ্গে অন্যজনের হওয়ার সম্ভাবনা থেকে যায়। চোখের এই রোগটির প্রাথমিক লক্ষণ হল, চোখ লাল হয়ে যাওয়া, চোখ থেকে জল পড়া, ব্যথা, চুলকানি, জ্বালা। এই রোগে আক্রান্ত হলে বেশ কয়েকদিন ভালোই ভুগতে হয় আক্রান্তকে।