আবার দাম কমল রান্নার গ্যাসের, কত হল জানুন
নয়াদিল্লি: ফের সুখবর দেশবাসীর। গৃহস্থের রান্নার গ্যাসের (LPG Gas Cylinder Price) পর এবার বাণিজ্যিক গ্যাস (Commercial Gas Cylinder) সিলিন্ডারের দাম কমাল কেন্দ্রীয় সরকার। সেপ্টেম্বরের শুরু থেকেই নতুন মূল্য প্রযোজ্য হবে। আজ ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৫৮ টাকা কমানো হয়েছে। কয়েকদিন আগেই রান্নার গ্য়াস সিলিন্ডার পিছু ২০০ টাকা কমানো হয়েছিল।
পাবলিক সেক্টরের তেল সংস্থাগুলির (OMCs) দাম অনুযায়ী, দিল্লিতে এখন এলপিজি (LPG) গ্রাহকদের ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের জন্য দাম রয়েছে ১৫২২ টাকা। একই সময়ে কলকাতায় ১৯ কেজি এলপিজি গ্যাসের দাম হয়েছে ১৬৩৬ টাকা, মুম্বাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৪৮২ টাকা এবং চেন্নাইতে এলপিজি ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ১৬৯৫ টাকা।
এর আগে গতমাসে চেন্নাইতে ১৯ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৮৫২.৫০। এদিকে মুম্বইতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে ১৪৮২ টাকা। গতমাসে সেই দাম ছিল ১৬৪০.৫০ টাকা। এর আগে গত ১ এপ্রিল ও মে মাসেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছিল। মে মাসে ১৭১.৫০ টাকা দাম কমেছিল ১৯ কেজি ওজনের গ্যাসের। অবশ্য মার্চ মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩৫০ টাকা বাড়ানো হয়েছিল একলাফে।
মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এই তথ্য জানিয়েছেন, উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা ৪০০ টাকা সরকারি ভর্তুকি পাবেন। ইতিমধ্যেই এই প্রকল্পে ২০০ টাকা ভর্তুকি পাচ্ছেন সুবিধাভোগীরা।