প্রাথমিক টেট ১০ ডিসেম্বর, ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের
কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ২০২৩ সালের প্রাথমিকে টেট (Primary Tet) পরীক্ষা হবে ১০ ডিসেম্বর। বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল (Goutam Paul) সাংবাদিক বৈঠক করে এ খবর জানান। পরীক্ষা হবে দুপুর ১২ টা থেকে ৩টে পর্যন্ত। পর্ষদ সভাপতি জানান, গতবারের মতো এবারও ওএমআর শিটের কার্বন কপি বাড়ি নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা। এদিনই ওয়েবসাইটে পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। সংবাদমাধ্যমে সেই বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর বৃহস্পতিবার থেকেই শুরু হবে টেট-এর নিবন্ধীকরণ বা রেজিস্ট্রেশন।
পর্ষদ সভাপতি আরও জানিয়েছেন, যাঁরা ডি এল এড ও বি এল এড কোর্স করেছেন তাঁরাই টেট পরীক্ষা দিতে পারবেন। যাঁরা বি এড করেছেন তাঁরা নন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা থেকে আবেদন করার সময় শুরু হচ্ছে। তিন সপ্তাহ সময় থাকবে প্রার্থীদের কাছে। কারও পেমেন্টের ক্ষেত্রে কোনও অসুবিধা থাকলে আরও একদিন বর্ধিত করা হবে সেই সময়সীমা।
তিনি জানান, টেট আর নিয়োগ আলাদা। এনসিটিই-র গাইডলাইন ও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মেনে প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হবে। গত বছরও সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল। তবে কখনই ধরে নেওয়া যায় না যে কেউ টেট পাশ করলেই সঙ্গে সঙ্গে নিয়োগ হবে।নিয়োগের একটা প্রক্রিয়া আছে। গতবছরের টেটের পর যে নিয়োগ প্রক্রিয়া চলছিল, কিছু মামলার কারণে তা ঝুলে রয়েছে। সে ব্যাপারে হাইকোর্ট থেকে ছাড়পত্র মিলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পরই নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হবে বলে জানান পর্ষদ সভাপতি।