এসপ্ল্যানেড থেকে গঙ্গার নীচের মেট্রো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি
Updated : 6 Mar, 2024 8:25 PM
AE: Samrat Saha
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee
কলকাতা: ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড স্টেশন থেকে গঙ্গার তলার মেট্রো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি আরও পাঁচটি প্রকল্পেরও উদ্বোধন করলেন তিনি। তবে কবে থেকে যাত্রী পরিষেবা চালু হবে, তা এখনও জানা যায়নি। তবে মেট্রো রেল সূত্রে খবর, গোটা প্রকল্পের কাজ শেষ করতে বেশকিছু সময় লাগবে। তবে এসপ্ল্য়ানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাত্রী পরিষেবা চালু করে দিতে মেট্রোরেল কর্তৃপক্ষ। এর ফলে নিত্যযাত্রীদের অনেক সুবিধা হবে বলে মনে করছেন তাঁরা।
মঙ্গলবার কলকাতা পৌঁছনোর পর রাজ ভবনে ছিলেন তিনি। বুধবার সেখান থেকেই সড়কপথে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে পৌঁছন মোদি। গঙ্গার তলায় মেট্রো উদ্বোধন করতে এসপ্ল্যানেডে যান তিনি। অনুষ্ঠানে উপস্থিত রয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
Tags: