শুটিং ফ্লোরে গুরুতর আহত প্রিয়াঙ্কা চোপড়া!
Updated : 20 Jun, 2024 9:03 PM
AE: Krishnendu Ghosh
VO: Priyanka Banerjee
Edit: Silpika Chatterjee
শুটিং ফ্লোরে আচমকাই চোট পেলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। গলার অনেকটা কেটে গিয়েছে অভিনেত্রীর। কিন্তু কী ভাবে এমন আঘাত পেলেন অভিনেত্রী? জানা যাচ্ছে, অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়েই চোট পেয়েছেন অভিনেত্রী। একটি স্টান্ট করতে গিয়েই আঘাত লেগেছে অভিনেত্রীর। তবে আপাতত সুস্থ আছেন তিনি।
এই মুহূর্তে স্বামী নিকের সঙ্গে অষ্ট্রেলিয়ায় রয়েছেন প্রিয়াঙ্কা, সঙ্গে রয়েছে মেয়ে মালতী। সেখানেই অভনেত্রী তাঁর পরবর্তী ছবি ‘দ্য ব্লাফ’ (The Bluff)-এর শুটিং-এ ব্যস্ত। মহিলা দস্যুদের গল্প নিয়ে তৈরি এই ছবি। এখানে দস্যুর চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। জানা যাচ্ছে, ভরপুর অ্যাকশনে ভর্তি এই ছবি। সম্প্রতি এমনই এক দৃশ্যের শুটিংয়ের সময় রক্তাক্ত হন অভিনেত্রী। নিজের গলায় কাটা দাগের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
Tags: