Priyanka Chopra: মা-মেয়ের প্রথম ম্যাগাজিন শুট, ইনস্টাগ্রামে বিটিএস ভিডিয়ো প্রিয়াঙ্কার
হাজারো ব্যস্ততার মধ্যেও সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে বেশ সক্রিয় থাকেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। জীবনের বিশেষ বিশেষ মুহূর্তের ছবি অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামের (Instagram) ফ্যানদের সঙ্গে শেয়ার করতে ভোলেন না তিনি। এই যেমন মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসের (Malti Marie Chopra Jonas) সঙ্গে তাঁর প্রথম ম্যাগাজিন শুটের ছবি আপলোড করতে ভোলেননি প্রিয়াঙ্কা। বিশ্বের প্রথম সারির এক ফ্যাশন ম্যাগাজিনের কভারে খুব শ্রীঘই দেখা যাবে মা-মেয়ে দু’জনকে। শুটিং সেট থেকেই এই ম্যাগাজিন শুটের (Magazine Shoot) বিটিএস ভিডিয়ো (BTS Shoot) তাঁর ইনস্টগ্রাম স্টোরিতে শেয়ার করেন প্রিয়ঙ্কা। ভিডিয়োতে লাল রঙয়ের পোশাকে মা-মেয়ের এই টুইনিং বেশ মনে ধরেছে নেটিজেনদের। শিশু সুলভ অস্থির মালতির সঙ্গে মা প্রিয়াঙ্কার আদুরে এই ভিডিয়ো দেখলে মন ভাল হয়ে যায়। তবে এই ভিডিয়োটিতেও মালতি মুখ দেখাননি প্রিয়াঙ্কা।
পুরো খবর শুনুন পডকা’য়