Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ |
K:T:V Clock

অস্কারে মনোনয়নের দৌড়ে প্রিয়াঙ্কার হিন্দি ছবি

Updated : 28 Dec, 2024 3:57 PM
AE: Hasibul Molla
VO: Bhaswati Das
Edit: Dipa Naskar

কলকাতা: অ্যাকাডেমি পুরস্কারে (Academy Awards) অন্তিম পর্যায়ের মনোনয়ন পেল প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar) অভিনীত হিন্দি ছবি ‘দ্য জেব্রাজ’ (The Zebras)। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চলচ্চিত্র পরিচালক অনীক চৌধুরী পরিচালিত এই ছবিতে প্রিয়াঙ্কা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শারীব হাসমী ও ঊষা বন্দ্যোপাধ্যায়।

অ্যাকাডেমি পুরস্কার- এর অন্তিম পর্যায়ের মনোনয়নের দৌড়ে এবার সামিল হল প্রিয়াঙ্কা সরকার অভিনীত হিন্দি ছবি ‘দ্য জেব্রাজ’। অস্কারের মূল প্রতিযোগীতার আন্তর্জাতিক ছবির, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ চিত্রনাট্য ও শ্রেষ্ঠ অভিনয়ের মতন গুরুত্বপূর্ণ বিভাগে আপাতত মনোনয়নের জন্য নির্বাচনী পর্যায়ের অন্তিম লড়াই লড়ছে ছবিটি। ভবিষ্যৎ পৃথিবীতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কীভাবে মানবজীবনে প্রভাব বিস্তার করবে? সেই গল্পই দেখাবে ‘দ্য জেব্রাজ’। মানুষের জীবনে কীভাবে প্রযুক্তির প্রভাব ফেলেছে, এই ছবিতে সেটা তুলে ধরা হয়েছে।

উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা জানালেন, “আমরা অত্যন্ত ভালোবেসে, যত্ন নিয়ে এই ছবির কাজটা করেছিলাম। যখনই অনীক আমার কাছে ছবিটার ভাবনা নিয়ে এল, তখন থেকেই গল্পটার প্রতি ভীষণ আকৃষ্ট হয়ে পড়েছিলাম। খুব ব্যস্ততার মধ্যে শুট করেছিলাম আমরা। প্রিয়াঙ্কা বলেন,ছবিতে সুমেরা নামে একজন মডেলের চরিত্রে অভিনয় করেছেন। গোটা ছবিটা জুড়ে তাঁর একটি বিশেষ অভিযান রয়েছে।