Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ |
K:T:V Clock

Project K | ‘প্রজেক্ট কে’ নিয়ে চর্চা তুঙ্গে

Updated : 27 Jun, 2023 6:52 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

‘প্রজেক্ট কে’ নিয়ে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে বি-টাউনে।  বিশাল বাজেটের এই স্কাই- ফাই থ্রিলার নাকি টেক্কা দিতে চলেছে হলিউডকেও। নাগ অশ্বিনের (Ang Ashwin) পরিচালনায় এই প্যান ইন্ডিয়ান ফিল্মে (Pan Indian Film) প্রথমবার জুটি বেঁধেছেন প্রভাস ও দীপিকা পাডুকোন। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চনও (Amitabh Bachchan)। তবে এবার কান পাতলে শোনা যাচ্ছে এই সিনেমায় নাকি নেওয়া হবে কমল হাসানকেও। এই ছবিতে প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে তাঁকে। অমিতাভ বচ্চন নিজেই স্বাগত জানালেন তাঁর দীর্ঘদিনের বন্ধুকে। রবিবার টুইটারে বিগ বি লিখেছেন ‘দলে তোমায় স্বাগত। উল্লেখ্য এই ছবি দিয়েই ফের দীর্ঘ দিন পর দেখা মিলবে অমিতাভ কমলকে। 

প্রসঙ্গত, এই ছবিতে অমিতাভ, দীপিকা ছাড়াও থাকছেন প্রভাস এবং দিশা পাটানি। শোনা যাচ্ছে, প্রজেক্ট কে-র জন্য ১৫০ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন কমল হাসান।  আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের শুরুর দিকেই মুক্তি পাবে প্রজেক্ট কে।  পাশাপাশি, এই প্রথমবার সম্ভবত জুটি বাঁধতে চলেছেন প্রভাস এবং দীপিকা পাডুকোন। 

প্রসঙ্গত ১৯৮৫সালে মুক্তি পেয়েছিল অ্যাকশন ড্রামা ফিল্ম গ্রেফতার।যে ছবিতে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন ভারতীয় চলচ্চিত্রের দুই অন্যতম সেরা সুপারস্টার অমিতাভ বচ্চন ও কমল হাসান।দীর্ঘ ৩৮বছর পর ফের নাগ অশ্বিনের প্যান ইন্ডিয়ান ফিল্ম প্রজেক্ট কে-তে একসঙ্গে কাজ করতে চলেছেন দুই তারকা।যে ছবিতে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধেছেন প্রভাস এবং দীপিকা পাডুকোন।ছবিতে দেখা যাবে আরও অনেক বলিউড এবং দক্ষিণী তারকাকে।গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন টলি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ও।প্রজেক্ট কে তে কমল হাসান যে ভিলেনের চরিত্রে অভিনয় করতে চলেছেন,এমনটা জানা গিয়েছিল গত মাসেই।সদ্যই সেই জল্পনায় শীলমোহর দিয়েছেন নির্মাতারা।