Placeholder canvas
কলকাতা সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩ |
K:T:V Clock

আসছে প্রসেনজিৎ ঋতুপর্ণার ৫০তম সিনেমা

Updated : 13 Aug, 2023 4:45 PM
AE: Abhijit Roy
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

ঢাকা: এক সময়ের টলিউডের রানী (Tollywood Queen) তিনি। প্রসেনজিতের (Prasenjit Chatterjee) সঙ্গে জুটি বেধে কাঁপিয়েছেন গোটা ইন্ডাস্ট্রি (Industry)। তবে এপার বাংলা হোক কি ওপার বাংলা (Bangladesh) দুই বাংলাতেই জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। সম্প্রতি নতুন সিনেমা ‘স্পর্শ’র শুটিং করতে এসেছেন বাংলাদেশে। সেই সূত্রেই  শনিবার রাতে ঢাকার নিকেতনে ফিল্ম ক্লাবে সংবাদিকের সঙ্গে আড্ডায় মাতেন টলিকুইন ঋতুপর্ণা। 

তাঁর নতুন সিনেমা ‘স্পর্শ’ নিয়ে ঋতুপর্ণা বলেন, ‘ যতবার ঢাকা আসি, ততবার মনে হয় নিজের শহরে এসেছি। এখন আমার বাবা এবং মায়ের দেশ। তাই নিজের দেশ মনে হয়। এবার ঢাকা এসেছি ‘স্পর্শ’ সিনেমার শেষ লটের শুটিং করতে। সুন্দর গল্পের একটা সিনেমা। খুব ভালো হচ্ছে শুটিং। এছাড়া এ সিনেমা নিয়ে বেশি বলতে চাইছি না। ‘ এরপর অভিনেতা নিরবের বিষয়ে ঋতুপর্ণা বলেন, ‘ ও খুব ভালো অভিনয় করেন। অনেক সময় পড়ে আছে। আরও ভালো কাজ করবে নিরব।

এরপর আড্ডায় আড্ডায় উঠে আসে তাঁর আর প্রসেনজিতের জুটির প্রসঙ্গ। প্রশ্ন করা হয় তাঁদের ফের কবে একসঙ্গে দেখা যাবে? এ নিয়ে অভিনেত্রী বলেন,অনেক বছর পর ‘প্রাক্তন’ সিনেমায় আমরা জুটি হয়ে এসেছিলাম। সিনেমাটা ব্লক বাস্টার হয়েছে। কিন্তু এবার আমাদের জুটির ৫০তম সিনেমা হতে যাচ্ছে। নাম এখনও ঠিক হয়েনি, কাজ চলছে। এ বছরই শুটিং শুরু হবে। সিনেমাটা নির্মাণ করবেন কৌশিক গাঙ্গুলি।