সন্দেশখালির ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা খারিজ
Updated : 11 Jan, 2024 8:17 PM
AE: Samrat Saha
VO: Swarnali Dey
Edit: Silpika Chatterjee
কলকাতা: সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে বিজেপির জনস্বার্থ মামলা (PIL) খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । প্রধান বিচারপতি টিএস শিভগননম বলেন, শুধুমাত্র সংবাদ মাধ্যমের খবরের উপর ভিত্তি করে এই মামলা দায়ের করা হয়েছে। মামলা নিয়ে কোনও রিসার্চ করা হয়নি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যথেষ্ট ক্ষমতা আছে। তারা জানে এসব পরিস্থিতি কীভাবে সামলাতে হয়। শুধুমাত্র সংবাদ মাধ্যমের খবরের উপর ভিত্তি করে মামলা দায়ের করে আদালতের কাছে আবেদন জানানো অর্থহীন। তাই এই মামলার কোনও গ্রহণযোগ্যতা আছে বলে আদালত মনে করছে না।
এদিকে সন্দেশখালির এফআইআর খারিজের দাবি নিয়ে ইডি আদালতের দৃষ্টি আকর্ষণ করল। মামলা দায়েরের অনুমতি ও দ্রুত শুনানির আবেদন। বিচারপতি রাজাশেখর মান্থার অনুমতি।
Tags: