চুপিচুপি আংটি বদল করলেন পুলকিত-কৃতি!
মুম্বই: বলিপাড়ার জনপ্রিয় অভিনেতা পুলকিত সম্রাট (Pulkit Samrat) এবং কৃতি খারবান্দা (Kriti Kharbanda)-র সম্পর্কের কথা প্রত্যেক বলিপ্রেমীর জানা। সোশ্যাল মিডিয়ার পাতায় একাধিক বার তাঁদের একসঙ্গে দেখা গেছে। প্রেমের সম্পর্কে শিলমোহর দিলেও বিয়ের বিষয় নিয়ে কোনও কথাই তাঁদের কাছ থেকে শোনা যায়নি। কিন্তু, নেটমাধ্যমে তাঁদের একটি ছবি সৃষ্টি করেছে চরম উত্তেজনার। অনুরাগীরা মনে করছেন, বলিপাড়ার এই কিউট দম্পতি বোধহয় সেরেই ফেললেন তাঁদের বাগদান পর্ব। কিন্তু এইভাবে চুপিচুপিই!
সম্প্রতি অভিনেতা তাঁর ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে অভিনেত্রী কৃতির সঙ্গে একটি মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করেছেন। সেখানে পুলকিতকে দেখা যাচ্ছে কৃতিকে পেছন থেকে জড়িয়ে ধরতে। এই ছবিতে দুজনের প্রাণখোলা হাসিও নজর কেড়েছে অনুরাগীদের। তাছাড়া কৃতি ও পুলকিতের হাতে জ্বলজ্বল করছে আংটি। এই আংটি লক্ষ্য করার পরই পুলকিত-কৃতির আংটি বদল নিয়ে আলোচনা শুরু হয়েছে।