Placeholder canvas
কলকাতা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

Punjab | সহকর্মীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, প্রতিবাদে ধরনা পুলিশকর্মীর

Updated : 23 Jul, 2023 9:32 PM
AE: Abhijit Roy
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

জলন্ধর: কর্মরত পুলিশ অফিসারের (Police Officer) দুর্নীতির প্রতিবাদ (Protest) করেলেন অপর এক পুলিশকর্মী। নিজের চোখে সহকর্মীকে ঘুষ দেখেন পাঞ্জাব (Punjab) জলন্ধরের ভোগপুর থানার ওই পুলিশকর্মী (Policeman)। প্রতিবাদে পাঞ্জাব পাঠানকোট হাইওয়ের পথ আটকে রাস্তায় শুয়ে পড়লেন তিনি। পুলিশকর্মীর পথ আটকে হাইওয়ের উপরে শুয়ে পড়ার ফলে যানজট সৃষ্টি হয় সেখানে। রীতিমত দুর্ভোগে পড়েন নিত্য যাত্রীরা। 

ইতিমধ্যে হাইওয়ের ঘটনার দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, হাইওয়ের একপ্রান্ত থেক অপরপ্রান্ত পর্যন্ত দড়ি বাঁধছেন ওই পুলিশকর্মী। এরপরে আচমকাই হাইওয়ের উপরই শুয়ে পড়েন তিনি। । তাঁর এমন আচরণের কারণ জানতে চাওয়া হলে তিনি জানান, কর্মরত সহকর্মীকে নিজের চোখে ঘুষ নিতে দেখেছেন তিনি। যদিও অভিযুক্ত পুলিশ অফিসার তাঁর বিরুদ্ধে অথা ঘুষ নেওয়ার অভিযোগ একেবারেই নস্যাৎ করে দিয়েছেন।