নায়ক জেলে যেতেই শাপে বর? রেকর্ড ব্যবসা করল পুষ্পা ২
মুক্তির প্রথম দিন থেকেই কার্যত বক্স অফিসে ঝড় তুলেছে ‘পুষ্পা ২’ (Pushpa 2) আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানার জুটি এবারেও দর্শকের মন জয় করে নিয়েছে। ১২ তম দিনে এই ছবির আয়ের পরিমাণ প্রায় ২৭.৭৫ কোটি টাকা ৷ ফলে ভারতে ছবির নেট কালেকশনের পরিমাণ ৯২৯.৮৫ কোটি। আর এটাই চমকে দেওয়ার মতো বিষয় যে, তেলুগু মাধ্যমে ছবির আয় ২৮৭.০৫ কোটি টাকা৷
সেখানে হিন্দি মাধ্যমে এই ছবির আয় হল ৫৭৩. ১ কোটি টাকা ৷ আবার, তামিল, কন্নড় ও মালয়লম ভাষা মিলিয়ে ছবি ঘরে তুলেছে মোট ৬৯.৭ কোটি টাকা৷ যেখানে রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর অভিনীত এই ছবি ‘স্ত্রী ২’-এর গড় আয় ৫৯৭.৯৯ কোটি। আর কিছুদিনের মধ্যেই কিন্তু ‘স্ত্রী ২’কে বক্স অফিসে ছাড়িয়ে যাবে এই ছবি, এমনটাই আশা করছেন দর্শকেরা।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সালে মুক্তি পেয়েছিল প্রথম পার্ট ‘পুষ্পা: দ্য রাইজ’৷ সেই ছবির তুলনায় সিক্যুয়েল আরও বেশি আয়ের দিক থেকে এগিয়ে থাকছে৷ ভারতে এর একাধিক রেকর্ড ভাঙার পাশাপাশি বিশ্বজুড়ে বক্সঅফিসেও এই ছবি কিন্তু বিপুল ছাপ ফেলেছে। আর একাদশতম দিনেই এই ছবির গড় আয় দাঁড়ায় ১,৪০৯ কোটি টাকায়৷
যা পিছনে ফেলে দিয়েছে অন্য হিট বলিউডি ছবি যেমন ‘আরআরআর’, ‘কেজিএফ 2’ ছবির লাইফ টাইম কালেকশনকে৷ এখন সামনে রয়েছে হিট ‘বাহুবলি ২’-এর ১,৭৯০ কোটি টাকা আর আমির খানের ‘দঙ্গল’-এর ২,০৭০ কোটি টাকার গণ্ডি৷ মনে করা হচ্ছে, ছবির আয় যেভাবে ক্রমাগত বাড়ছে বা যেভাবে এগোচ্ছে তা কিন্তু পিছনে ফেলে দেবে সমস্ত ছবির রেকর্ডকে।
প্রসঙ্গত, ‘পুষ্পা ২’ আসার আগেই ‘পুষ্পা ৩’ আসার খবর সামনে এসেছিল। সোশ্যাল মিডিয়ায় ‘পুষ্পা ৩’-এর প্রথম পোস্টার ভাগ করে সুখবর দর্শকের মধ্যে ছড়িয়ে দেন নির্মাতারা। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর মিলল, এবার ‘পুষ্পা ৩’-এর চমক হয়ে আসছেন অভিনেতা বিজয় দেবরকোন্ডা। এই ছবিতে নাকি তিনি ধরা দেবেন খলনায়কের চরিত্রে। যদিও এই খবর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি অভিনেতা বা নির্মাতারা।