Placeholder canvas
কলকাতা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

অল্লুর সঙ্গে ‘আইটেম সং’-এ জুটি বাঁধছে নয়া মুখ

Updated : 6 Nov, 2024 4:28 PM
AE: Samrat Saha
VO: Subhangi Mukhopadhyay
Edit: Susmita Dey

কলকাতা: ‘পুষ্পা ২’ (Pushpa 2)-এ অল্লুর (Allu Arjun) সঙ্গে ‘আইটেম সং’-এ জুটি বাঁধছে নতুন মুখ। কে সে তা নিয়ে জল্পনা রয়েছে। পরিচিত মুখ হলেও বলিউডের কোনও নায়িকা নন তিনি। তবে একাংশের দাবি, সামান্থার সঙ্গে নাকি তাঁর মুখের গড়নের হুবহু মিল রয়েছে। শোনা যাচ্ছিল, ‘পুষ্পা ২’ ছবিতে আইটম সং-এ অভিনয়ের জন্য শ্রদ্ধাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু পারিশ্রমিক নিয়ে মতের অমিল হওয়ায় সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। সূত্রের খবর, শ্রীলীলা নামে এক দক্ষিণী অভিনেত্রী নাকি ‘পুষ্পা ২’ ছবিতে অল্লুর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন। নাচের দৃশ্য ছাড়া শ্রীলীলাকে (Sreeleela) অন্য কোনও দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে না। শ্রীলীলা, যিনি সম্প্রতি ধামাকা এবং গুন্টুর কারামের মতো তেলেগু হিট চরিত্রে জনপ্রিয়তা অর্জন করেছেন। তার মনোমুগ্ধকর নাচ চলচ্চিত্র নির্মাতাদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Tags: