‘পুষ্পা ২’ সাফল্যে উচ্ছ্বসিত আল্লু
পুষ্পা খ্যাত আল্লু অর্জুন দর্শকদের উদ্দেশ্যে মাথা নত করলেন ‘ পুষ্পা ২’ এর ব্যাপক সাফল্যের জন্য, দেখুন সেই ভিডিও
“পুষ্পা নাম হি ক্যাফি হে” ডায়লগটি যেন একদম ঠিক। পুষ্পা রিলিজের পর থেকেই দর্শকরা অপেক্ষা করছিলেন কবে মুক্তি পাবে ‘পুষ্পা ২’। অবশেষে তিন বছর পর মুক্তি পেল আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’। এবারও বক্স অফিস হিট এই মুভি। দর্শকদের মধ্যেও দেখা যায় তুমুল উত্তেজনা। এদিন আল্লু অর্জুন দর্শকদের উদ্দেশ্যে মাথা নত করে তাঁর সিনেমা বক্স অফিসে দারুন সাফল্যের জন্য সবাইকে ধন্যবাদ জানান। তাঁকে ঘিরে দর্শকদের মধ্যে দেখা যায় তুমুল উত্তেজনা। একবার প্রিয় তারকাকে ছুঁয়ে দেখেবন এই আসায় অভিনেতাকে ঘিরে ব্যাপক ভিড় নজর করা যায়। সুধুমাত্র তাই নয় আল্লু অর্জুনকে দেখা যায় তিনি উপস্থিত হয়েছেন সিনেমা হলে পুষ্পা ২ দেখার জন্য। আর যা নিয়ে উন্মাদনা একেবারে তুঙ্গে দর্শকদের মধ্যে।
প্রথমে শোনা যায় ১৫ অগাস্ট ২০২৪ সালে মুক্তি পাবে পুষ্পা ২। এমনকি মুক্তি পেয়েও যায় একটি গান। কিন্তু তারপর প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানও হয় সিনেমার কিছু অংশের শুটিং বাকি রয়েছে তাই এখনই মুক্তি মিলবেনা পুষ্পা ২। এরপর প্রায় ৪ মাস পর ডিসেম্বরের ৫ তারিখ বিশ্বব্যাপী মুক্তি পায় পুষ্পা ২।