মিহিদানার রাধা-কৃষ্ণের মূর্তি
নদিয়া: শান্তিপুরের ঐতিহাসিক রাস উৎসব (Shantipur Rash)। এখানেই প্রায় ৫০০ বছর আগে সূচনা হয়েছিল রাধা-কৃষ্ণের রাসযাত্রা। যা বাংলার অন্যতম আকর্ষণ। এবারে প্রতিমাতে একাধিক চমক রেখেছেন পুজো উদ্যোক্তারা। কোথাও তৈরি হয়েছে মিহি দানা দিয়ে মূর্তি, তো কোথাও আবার শার্টের বোতাম দিয়ে তৈরি করা হয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ। শুধু তাই নয় সকলের অতি পরিচিত প্রিয় চকলেট দিয়েও তৈরি হয়েছে দেবী মূর্তি। উল দিয়েও এবার প্রতিমা তৈরি করা হয়েছে নদীয়ার শান্তিপুরে।
শান্তিপুরের ঐতিহ্যপূর্ণ জগত বিখ্যাত রাসে এক কুইন্টাল চকলেট দিয়ে নির্মাণ কালি প্রতিমা তৈরি করেছেন শান্তিপুর তিলিপাড়া ত্রিমাথা। শহরের পাঁচ নম্বর ওয়ার্ডে অদ্বৈত সড়ক মদন গোপাল ঠাকুর বেরলেন ২৩ তম বর্ষে । এবার তাদের নটরাজ তৈরি হয়েছে মিহিদানা সন্দেশ বোদে গজা এ ধরনের নানান মিষ্টান্ন দিয়ে। পাড়ার ছেলেরাই কাগজ কেটে প্রায় এক হাজার কাগজের ঝাড় লন্ডন বানিয়ে আলোকিত করেছে। অদ্বৈত সড়ক লোকনাথ মন্দির ফেমাস ক্লাব এবার কুড়ি তম বর্ষে সত্যনারায়ণ পূজার থিম হিসাবে রাধা কৃষ্ণের বিগ্রহ তৈরি করা হয়েছে উল দিয়ে। শান্তিপুর শহরের চার নম্বর ওয়ার্ডের কামারপাড়া ইয়ং স্টাফ এবছর তাদের নটরাজ পুজোর ৩৫ তম বর্ষে, তবে অভিনবত্বের প্রতিমায় এ বছর ৩৮ রকমের আনুমানিক প্রায় দেড় লক্ষ বোতাম দিয়ে নির্মাণ করেছেন তাদের থিমের প্রতিমা।