বিয়ের আগে মহাকালেশ্বর মন্দিরে রাঘব-পরিনিতা
শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন রাঘব-পরিণীতি। সেপটেম্বরে রাজস্থানের জয়পুরে বসবে তাঁদের বিয়ের আসর। তার আগেই সাংসদ আর অভিনেত্রীকে দেখা গেল মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দিরে। পাসধাপিসি বসে পুজো দিচ্ছেন দুজনে। মুহূর্তের মধ্যে সেই ছবি ভাইরাল হয় নেটমাধ্যমে।
আর কিছু দিনের মধ্যেই বলিউডের সঙ্গে রাজনৈতিক মহলেও বাজতে চলেছে বিয়ের সানাই। তার আগেই কোনও রেস্টুরেন্ট বা বিমানবন্দর ছাড়াই দুজনকে হাতে আরতির থালা, কপালে হলুদ-লাল টিকা পরে দেখা গেল মহাকালেশ্বর মন্দিরে। পরিণীতির পরনে হালকা গোলাপি রংয়ের শাড়ি ও রাঘব পরে রয়েছেন হলুদ রংয়ের ধুতি। সেখানে গিয়ে সেখানে পুজো-প্রার্থনা করার একাধিক ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পুজো করা ছাড়াও তাঁদের মহাকাল মন্দিরের নন্দি হলে বসে শান্ত মনে ধ্যান করতেও দেখা গিয়েছে।
পরিণীতি এবং রাঘব দুজনেই যে যাঁর পেশা নিয়ে ব্যাস্ত। এরই মাঝে সময় করে বেরিয়ে যান বিভিন্ন ধর্মীয় স্থানে। যেমন সম্প্রতি তাঁদের দুজনকে দেখা গিয়েছিল পাঞ্জাবের অমৃতসরে গিয়ে আশীর্বাদ নিতে। আর এবারে তাঁদের দেখা গেল উজ্জয়িনীর মহাকাল মন্দিরে।