Rahul Gandhi | বিরোধীদের মহাজোট হবেই, আত্মবিশ্বাসী রাহুল
ওয়াশিংটন: ২০২৪ এর লোকসভা নির্বাচনে বিরোধী জোট প্রসঙ্গেও ইতিবাচক মন্তব্য করেন রাহুল। বৃহস্পতিবার ওয়াশিংটনের প্রেস ক্লাবে তিনি বলেন, ভারতের বিরোধী জোট বেশ ঐক্যবদ্ধ। আলোচনার মাধ্যমে তাঁর দলের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে বলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। রাহুল বলেন, তাঁর দল প্রতিনিয়ত দেশের সমস্ত বিরোধী দলগুলির সঙ্গে যোগাযোগ রাখছে। আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে বিরোধী দলগুলিকে এক হয়ে লড়তে হবে। আগামিদিনে আলোচনার মাধ্যমে বিরোধী জোট আরও ঐক্যবদ্ধ হবে। বিরোধী দলগুলির সঙ্গে বোঝাপড়ায় কিছু জায়গায় ফাঁক রয়ে গিয়েছে। এখন পারস্পরিক দেওয়া-নেওয়ার ভিত্তিতে সেই শূন্যতা পূরণ করতে হবে। কিন্তু আমি আত্মবিশ্বাসী আগামী লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের মহাজোট হবেই।
পাশাপাশি কেরলে কংগ্রেসের সঙ্গে মুসলিম লিগের জোট সম্পর্কিত একটি প্রশ্নে উত্তরে রাহুল বলেন, মুসলিম লিগ সম্পূর্ণ ধর্ম নিরপেক্ষ একটি দল। আমার মনে হয় এই প্রশ্নটি যিনি করেছেন, তাঁর মুসলিম লিগ প্রসঙ্গে কোনও ধারণা নেই। মুসলিম লিগ সম্পর্কে যে সাম্প্রদায়িক দল হিসেবে দাবিয়ে দেওয়া হয়েছে, সেরকম কোনও কারণ নেই। এই প্রশ্নের পাশাপাশি গতকাল রাশিয়া-ইউক্রেন সহ আগামী লোকসভা নির্বাচনে বিরোধী জোট সম্পর্কেও তাঁকে বলতে শোনা যায়।
প্রসঙ্গত কেরলে কংগ্রেস- নেতৃত্বাধীন ইউডিএফের অন্যতম সরিক দল মুসলিম লিগ। এই পরিস্থিতিতে রাহুলের এই মন্তব্যে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে চর্চা। তাঁর এই মন্তব্যকে কটাক্ষ করে বিজেপি নেতা অমিত মালব্য বলেন, মুসলিম লিগের মতো দলকে ধর্ম নিরপেক্ষ বলে রাহুল গান্ধী তাঁর নির্বাচনী কেন্দ্র ওয়েনাড়ে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছেন। সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার পরেও সেখানকার মানুষের কাছে গ্রহণযোগ্যতা ধরে রাখার জন্য এমন মন্তব্য করছেন বলে টুইট করেন অমিত।